অন্ধকার তাড়াতে নারীদের লেখালেখির কোন বিকল্প নেই জাহাঙ্গীর আলম

----11নারীরা লেখালেখিতে আসলে সমাজের অনেক কুসংস্কার দূর হবে। সমাজ অন্ধকার থেকে বেরিয়ে আসবে। অন্ধকার তাড়াতে নারীদের লেখালেখির কোন বিকল্প নেই। গত ২২ এপ্রিল সিলেট বইমেলায় কবি কামরুন নাহার চৌধুরী শেফালীর দুইটি কাব্যগ্রন্থ ‘শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া’ ও জ্যোস্নার রুপালি সৈকতে’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিা অফিসার জাহাঙ্গীর আলম উপরোক্ত কথাগুলো বলেন।
বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে এবং শিক রাসেল আহমদ ও গল্পকার হাবিব আহমদ এহসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার শিউল মনজুর, কবি লায়েক আহমদ নোমান, প্রবাসী কমিউনিটি নেতা নজরুল ইসলাম চৌধুরী, রাজনীতিবিদ রোকিয়া আক্তার চৌধুরী রোজি, জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন।
আলোচনায় অংশ নেন কবি সী এম মনসুর, প্রভাষক ইব্রাহিম কয়েস, গীতিকার সৈয়দ আতিকুল ইসলাম চিশতী, কবি এন এম নুরুল প্রমুখ। গান পরিবেশন করেন শাহ সিদ্দিকুর রহমান।

Developed by: