সৌদি আরবে ফেসবুক মেসেঞ্জার নিষিদ্ধ

25b33505bed1edeb9769009847655ff9জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ‘ফেসবুক ম্যাসেঞ্জার’ এবং ‘ইমো’ বন্ধের আদেশ দিয়েছে সৌদি আরব। অ্যাপ দুটির মাধ্যমে কথা এবং ভিডিও বার্তা আদানপ্রদান এখন থেকে নিষিদ্ধ বলে দেশটিতে আদেশ জারি করা হয়েছে।

এই আদেশটি কেন জারি করা হয়েছে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ‘ব্যবসায়িক আয়’ ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে ফ্রি ভিডিও এবং ভয়েস কল সার্ভিস অ্যাপ ‘ইমো’র মতো দেশটিতে ফেসবুক মেসেঞ্জারের ভিডিও ও ভয়েস কল ব্যবহার করা যাচ্ছে না। গ্রাহকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ‘আইনগত জটিলতা’ র কারণে এমনটি হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে ‘হোয়াটস অ্যাপ’ ও ‘ভাইবার’র মাধ্যমে দেশটিতে ইন্টারনেট কলিং সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ‘ট্যাংগো’, ‘লাইন’-এর মতো আরও অনেক ইন্টারনেট সেবা এখনো সৌদি আরবে উন্মু্ক্ত রয়েছে।

Developed by: