কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেট বিএনপির ১৬ নেতা

a-1বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি ঘোষণা করেন। ৩৫ সদস্যবিশিষ্ট বিএনপির ভাইস চেয়ারম্যানের নতুন এ কমিটিতে সিলেট বিএনপির ১৬ নেতার নামও রয়েছে।

তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে স্থান পেয়েছেন এনাম আহমেদ চৌধুরী। এছাড়াও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে সিলেট বিএনপির দুই নেতা স্থান পেয়েছেন। তারা হলেন- নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর লুনা ও আবদুল হক (এমএ হক)।

সহ-ব্যাংক ও রাজস্ব বিষয়ক সম্পাদক পদে খন্দকার আব্দুল মুক্তাদির, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক পদে অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক পদে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক পদে ব্যারিস্টার আব্দুস সালাম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে হুমায়ুন কবিরকে দায়িত্ব দেয়া হয়েছে।

সদস্য পদে স্থান পেয়েছেন- শফি আহমদ চৌধুরী, আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন, আবুল কাহের শামীম ও অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি।

এর আগে ডা. শাখাওয়াত হোসেন জীবনকে কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল। পরবর্তীতে সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলনকে সহ-সাংগঠনিকের দায়িত্ব দেয়া হয়েছিল।

Developed by: