‘দুই ম্যাচ’ খেলে সেমিফাইনালে জকোভিচ

30696_Jokovichআরো একবার পুরো ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে দুই সেট খেলেই সেমিফাইনালে উঠে গেলেন সার্বিয়ার এ টেনিস তারকা। এবারের ইউএস ওপেনের জকোভিচের প্রতিপক্ষের যেন কী হয়েছে! সেমিফাইনাল পর্যন্ত পাঁচ ম্যাচের তিনটিতেই তার প্রতিপক্ষ ইনজুরিতে পড়লো। প্রথম রাউন্ডে ঘাম ঝরাতে হয় এক নম্বর এ টেনিস তারকাকে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলি কোর্টে নামার আগেই ইনজুরিতে পড়েন। ম্যাচ না খেলেই তৃতীয় রাউন্ডে ওঠেন জকোভিচ। তৃতীয় রাউন্ডে গিয়ে আবার প্রায় একই অবস্থায় পড়তে হয় তাকে। এবার তার প্রতিপক্ষ রাশিয়ার মিখাইল ইয়োজনি। জকোভিচের বিপক্ষে দ্বিতীয় সেটেই ইনজুরিতে পড়ে কোর্ট ছাড়তে হয় তাকে। এতে এখানেই পুরো ম্যাচ খেলা থেকে বঞ্চিত হন জকোভিচ। তবে চতুর্থ রাউন্ডে পুরো ম্যাচ খেলার সুযোগ পান তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে ফের তার প্রতিপক্ষ পড়লেন ইনজুরিতে। এবার মাত্র দুই সেট খেলতে পারলেন ফরাসি ষেলোয়াড় জো উইলফ্রেড সোঙ্গা। দুই সেটে জকোভিচ এগিয়ে ছিলেন ৬-৩, ৬-২ গেমে। কিন্তু তৃতীয় সেটের শুরুতেই পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন সোঙ্গা। তিনি আর লড়াই করতে পারেননি। এতে সেমিফাইনালের টিকিট পেয়ে যান বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। সেমিফাইনাল ওঠা পর্যন্ত ৫ ম্যাচের মাত্র দু’টিতে তিনি পুরোপুরি খেলতে পারলেন। শিরোপা ধরে রাখার লক্ষ্যে সেমিফাইনালে জকোভিচের প্রতিপক্ষ আরেক ফরাসি খেলোয়াড় গায়েল মনফিলস। তিনি কোয়ার্টার ফাইনালে স্বদেশি খেলোয়াড় লুকাস পওলিকে হারিয়েছেন ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে। মনফিলস ২০০৮ সালে গ্রান্ড সøাম আসর ফ্রেঞ্চ ওপেনে খেলা শুরু করেন। তবে প্রথমবারের মতো এবার গ্রান্ড সøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি।

Developed by: