বঙ্গবীর ওসমানী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আসর অনুষ্ঠিত

H-06মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর গত ২ সেপ্টেম্বর বিকালে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের পরিচালনায় আসরে লেখাপাঠে ও আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, গীতিকার হরিপদ চন্দ, কবি শহিদুল ইসলাম লিটন, প্রভাষক কবি জ্যোতিষ মজুমদার, কবি মিজান মোহাম্মদ, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি কামাল আহমদ, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, গীতিকার এন এম ইসলাম, কবি শাহ রুম্মানুুল হক, শিল্পী মো. আমির হামজা আকন্দ, ফখরুল আল হাদী, কবি আহমদ আলী হিরণ, চিত্রশিল্পী এম আবদুল মান্নান, মোহাম্মদ সাদিকুর রহমান, মো. আবদুস শহীদ দুলাল, অনন্ত পাল ও নূর আলম বেগ।

Developed by: