0011দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও দলিল হস্তান্তর দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজে'র আজীবন দাতা সদস্য ও সৌদি আরবের রিয়াস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুক বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। জীবনে উন্নতির চরম শিখরে পোঁছার জন্য লক্ষ্যে স্থির করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা লক্ষ্য ছাড়া গন্তব্যে পৌঁছানো যায় না। তিনি শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা ও সঠিক জ্ঞান আহরণের আহবান জানান। এজন্য প্রয়োজন বই পড়া ও কঠোর অধ্যাবসায়। দেওয়ান
আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনিমের সভাপতিত্বে গত ১০ আগষ্ট বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরন
অনুষ্ঠিত হয়।
দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজে'র প্রভাষক জাকারিয়া টিপুর সঞ্চালনায় আয়োজিত নবীনবরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সেলিম উদ্দিন আহমদ,দেওয়ান বাজার ইউ'পি সাবেক চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সদস্য আ ফ ম শামীম, আব্দুল জলিল বেলাল, হারুন মিয়া, তজমুল আলী, কনর মিয়া, সাবেক ইউ'পি সদস্য আব্দুল বশির।
আয়োজিত নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক শ্যাম সুন্দর রায়,সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, শিক্ষিকা জেসমিন বেগম,কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, প্রভাষক বাদশা লিটন, প্রভাষক গৌছ উদ্দিন, প্রভাষক অজিত দাস, প্রভাষক ইকবাল হোসেন, প্রভাষক এলিজা বেগম, ইব্রাহিম আলী, আনোয়ার হোসেন, রিপন বর্মণ, রুহুল আমিনসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র এমরান আহমদ ও নবীনদের ফুল দিয়ে বরন এবং অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য আব্দুল আজিজ মাসুকের সহধর্মিনী সৌদি আরব প্রবাসী সমাজকর্মি মিসেস ফরিদা ইয়াসমিনের পক্ষ থেকে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে ৫.১৫ শতক ভূমি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক অনুষ্ঠানে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং গভণিংবডির সদস্যদের কাছে মিসেস ফরিদা ইয়াসমিনের সম্পাদিত দলিল হস্তান্তর করেন আব্দুল আজিজ মাসুক। অনুষ্ঠানে বক্তৃতাকালে আব্দুল আজিজ মাসুক মিসেস ফরিদা ইয়ামিন প্রদত্ত প্রায় ৭লাখ টাকা মূল্যের এ ভূমিতে একটি পাকা ভবন নির্মাণের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

Developed by: