২৯ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের পরিচালনায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন গীতিকবি হরিপদ চন্দ, ছড়াকার সৈয়দ আছলাম হোসেন, কবি কামাল আহমদ, কবি শাহ ফারজানা আহমেদ, কবি শাকেলী বেগম, কবি আবদুস সামাদ, কবি সুব্রত দাশ, এম ইসলাম মতিন ও মো. কালা মিয়া।