বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন রজত দাস ভুলন সভাপতি ও নয়ন তালুকদার সাধারন সম্পাদক মনোনীত

0011অধিকার আদায়ে সবাইকে সকল দ্বিাধদ্বন্ধ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে, দুর্গাপুজার উৎসবে ৪ দিনের যৌক্তিক ছুটির দাবি সংসদে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে
অধিকার আদায়ে সবাইকে সকল দ্বিাধদ্বন্ধ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে, দুর্গাপুজার উৎসবে ৪ দিনের যৌক্তিক ছুটির দাবি সংসদে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মবর্ন নির্বিশেষে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে। মুক্তিযুদ্বের চেতনা সমুন্নত রাখতে সবাইকে এক হয়ে চলতে হবে তরুন প্রজম্ম যেন সঠিক ইতিহাস জানে।। গত ৩ সেপ্টেম্বর বাংলদেশ পুজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দুপুর ২টায় বাজারস্থ শ্রীশ্রীি মদন মোহন আশ্রম প্রাংগনে সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে আনুষ্টানিকভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। পরে আশ্রম নাট মন্দিরের বালাগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সত্যন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও সহ সভাপতি শান্তিব্রত চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদকএডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য্য, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক ডাঃ জিতেন চক্রবর্ত্তী, সাবেক উপদেষ্টা পিনাক পানি ভট্রাচার্য্য, বালাগঞ্জ পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপদেষ্টা ডাঃ কাজল লস্কর, বীরেন্দ্র কুমার দাস, বারিন্দ্র কুমার দাস, কৃপেষ শুক্লবৈদ্য, প্রভাত চন্দ্র রায়, জয়দীপ চন্দ্র দাস মেম্বার, উষা রঞ্জন দাস, বালাগঞ্জ পুজা পরিষদের সহ সভাপতি অধীর চন্দ্র তালুকদার, কোষাধ্যক্ষ বিভাষ রঞ্জন আচার্য্য, রাজনগর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এস ডি অমল, আইন সম্পাদক রাখাল চন্দ্র দাস, । বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রতাপ চক্রবর্ত্তী, পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক রজত দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা সচিব সমিতির সভাপতি ও জাতীয় হিন্দু মহাজোটের সহ সভাপতি রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা ছাত্রযুব পরিষদের প্রতিষ্টাতা সাবেক সাধারন সম্পাদক প্রবাসী সুমন দত্ত, সাবেক আহবায়ক ও ওসমানীনগর হিন্দু বৌদ্ব খ্রীষ্টান পরিষদের সদস্য অশোক দেব, বালাগঞ্জ পুজা পরিষদের সদস্য নয়ন তালুকদার, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ব পরিষদের সভাপতি বিজয় কান্তি দাস, বালাগঞ্জ ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি প্রদীপ দাস, সহ সভাপতি সুজিত গুপ্ত বাচ্চু, সাধারন সম্পাদক পুলক দাস দুরন্ত, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি অজিত পাল, উজ্জীবন যুবসংঘের সভাপতি লাল মোহন দাস নান্টু, সনাতন সংঘের সভাপতি মনীষ চক্রবর্ত্তী, মন্দির উন্নয়ন সংস্থার সহ সভাপতি বিবেকানন্দ আচার্য্য,ওসমানীনগর ছাত্র যুব পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, বালাগঞ্জ উপজেলা ছাত্র যুব পরিষদের সভাপতি লিটন নাথ, সাধারন সম্পাদক অমল দাস আপন প্রমুখ। শুরুতে গীতাপাঠ করেন সিলেট জেলা কীর্তনীয়া সমিতিরি সাধারন সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা পুজা পরিষদের উপদেষ্টা রতীশ চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক বিজন কুমার ধর। পুজা পরিষদের সাথে জড়িত নিহতের স্মরনে শোক প্রস্তাব গ্রহন করা হয়। প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন পুজা পরিষদের সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ৬টি ইউনিয়নের সভাপতি সম্পাদকরা। দ্বিতীয কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব ও আহবায়কের দায়িত্ব পালন করেন সিলেট জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে। গঠনতন্ত্র অনুযায়ী সাবজেকক্ট গঠন করে সভাপতি পদে কৃপেষ চন্দ্র দাস প্রস্তাব করেন রজত চন্দ্র দাস ভুলনের নাম পুলক দাস দুরন্ত সমর্থন করেন একই ভাবে সাধারন সম্পাদক পদে তরনীকান্ত দাস প্রস্তাব করেন নয়ন তালুকদারের নাম সন্তোষ দাস সমর্থন করেন কোন প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারন সম্পাদক মনোনীত হয়। পরে আনুষ্টানিকভাবে নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষনা মঞ্চে সাবেক সাধারন সম্পাদক বিজন কুমার ধর সভাপতি রজত চন্দ্র দাস ভুলন ও সাধারন সম্পাদক নয়ন তালুকদারের নাম ঘোষনা করেন। পরে জেলার সাধারন সম্পাদক নতুন কমিটির সভাপতি রজত চন্দ্র দাস ভুলন ও সাধারন সম্পাদক নয়ন তালুকদারকে আগামী ৮ সেপ্টেম্বর জেলা প্রতিনিধি সম্মেলনে পুজার তালিকা নিয়ে যাওয়ার আহবান করেন।উরেøখ্য ১২ বছর পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।সম্মেলনে ব্যাপক লোক সমাগমঘটে।

Developed by: