বহুতল বিশিষ্ট গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

AA-01

AA-01AA-02G-0010দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামের প্রাচীনতম মসজিদ ভেঙ্গে নানন্দিত বহুতল বিশিষ্ট গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় গত ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফুলতলী সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলেমেদ্বীন হজরত মাওলানা ফখর উদ্দিন চৌধুরী।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মছদ্দর আলী। বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হজরত মাওলানা ফখর উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আবদুল ওয়াহিদ, সদস্য বাহার উদ্দিন, ফারুক মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, কামাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা লোকমান আহমদ, জামে মসজিদের ইমাম এম এ রহিম, কমিটির সদস্য আবদুল করিম, ছোয়াব আলী, শফিক মিয়া, গিয়াস উদ্দিন, রইছ আলী, আজাদ মিয়া, সিরাজ উদ্দিন শিরুল, গুপ্তরগাঁও দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল বাছিত প্রমুখ।

Developed by: