দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ গুপ্তরগাঁও গ্রামের গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে সিলেট জেলা পরিষদের পক্ষ হতে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
আজ ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ লুৎফুর রহমান। গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষে চেক গ্রহণ করেন নির্মাণ কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আবদুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক হাজী মছদ্দর আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সিলেটের সদস্য মতিউর রহমান, সদস্য শাহ নূর মিয়া. সদস্য লোকন মিয়া ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
জেলা পরিষদ সিলেটের ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমানের সার্বিক সহযোগীতায় এ অনুদান প্রদান করা হয়। এজন্য গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।