বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরনের পথিকৃৎ আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪” এ ভূষিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭-৬-২০২১ ইং তারিখে গণভবন থেকে ভার্চুয়ালি পুরস্কারটি ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রদান করেন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। এ সময় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী উপস্থিত ছিলেন।