আর তোমার হীনমন্যতা, স্বচ্চ বেখেয়াল।
এক টুকরো রোদের ফাঁকে হালকা মেঘের ঝুম
বুকের ভেতর শোকের আওয়াজ দুম তানা দুম।
এখন আমার ভীষণ প্রিয় হৃদয় পোড়ার ঘ্রাণ
ব্যাক্টেরিয়ার আবাস ভূমে একের অধিক স্নান।
লাশকাঁটা ঘর, ভয় অথবা ডোমের লাল চোখ
রোড এক্সিডেন্টে তেতলে যাওয়া অজ্ঞাতজনের মুখ।
এখন আমার ভীষণ প্রিয় গুনে ধরা কাঠ
বুড়িগঙ্গার নোংরা পানি, জীর্ণ পথঘাট।
প্রিয় ভীষণ কাক ডাকা ওই তপ্ত রোদের দিন
তোমার কাছে জমে থাকা শুদ্ধ প্রেমের ঋণ।