তোমার কাছে চিরঋণী আমরা দেশবাসী
আজ তুমি নাইরে মুজিব আমরা তোমায় ভালোবাসি।
যদি মুজিব না দিত ভাষণ
বাংলার মানুষ যুদ্ধে কি আর জয় করত তখন
পাকিস্তানি করত হরণ, থাকতাম উর্দুভাষী।
যখন বাংলার বুকে পাকিস্তানি গুলি চালায়
বাংলাদেশে তখন রক্তের বন্যা বয়ে যায়
মা বোনেরা ইজ্জত হারায়, দেশকে নিলো শোষী।
জাতি সেদিন মেনেছিল তোমার উপদেশ
নয় মাস যুদ্ধ করে স্বাধীন হইল বাংলাদেশ
ধন্যবাদ তোমাকে অশেষ, তোমায় চিনে বিশ্ববাসী।