তানিয়া আক্তার পিংকি এর দুটি ছড়া

দুঃখ

দুঃখকে নেও বরণ করে
মিথ্যা হাসি হেসে,
কান্না দিয়ে জীবন শুরু
সুখ আসে শেষে।

কত দুঃখ, কত ব্যথা
হৃদয় উঠে কেঁপে
তবুও প্রশান্তি পাই
সব দুঃখ চেপে।

মিষ্টি মুখে স্বাদ বেশি
তেতো মুখে বিষাদ,
দুঃখ যদি না থাকে
ভালো থাকাই বাদ।

00000000000
কর্মফল

যে ফল ফল নয়
খেতে ও নয় মিষ্টি,
সে ফল কর্মফল
কাজ দিয়ে সৃষ্টি।

জন্ম যেথায় হোক
কর্ম করলে ভালো,
জীবন আলোকিত হয়
সরে যায় কালে।

জন্ম দিয়ে জীবন শুরু
মৃত্যু দিয়ে শেষ,
মধ্যেখানের সময়টুকু
হোক স্মরণীয় বেশ।

Developed by: