জামাল এখন আর্জেন্টিনার সোল দে মায়োর

নিজ থেকেই আর্জেন্টিনা তৃতীয় বিভাগের ক্লাবে যোগ দেওয়ার খবর জানান জামাল ভূঁইয়া। শুক্রবার রাতে সোল দা মায়োর সঙ্গে দেড় মৌসুমের চুক্তি সম্পন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। নিজের ফেসবুক পেজে এদিন রাতে এক লাইভেই চুক্তির আনুষ্ঠানিকতা সারেন এ মিডফিল্ডার। একদিন আগেই অবশ্য তিনি নতুন ক্লাবের হয়ে মেডিকেল পরীক্ষা করানোর ভিডিও পোস্ট করেছিলেন।

আগের দিন ফেসবুক স্ট্যাটাসে জামাল লিখেছিলেন, ‘আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই সময়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।’

চুক্তির অনুষ্ঠানে নতুন লক্ষ্য নিয়ে বাংলায় জামাল বলেন, ‘ভালো লাগতেছে। এখানে শীতকাল চলছে। ঠাণ্ডা লাগছে। সবাই আমাকে খুবই…আমি কৃতজ্ঞ। (বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে) আমি এখানে আসছি, বেশিদিন নয়, আজকে চুক্তিতে সাইন করব। আপনারা আমাকে অনুসরণ করবেন। আমার জার্নি ফলো করবেন। সম্ভাব্য সেরা উপায়ে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’

নিজের লক্ষ্য নিয়ে জামাল বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমি জানি, অনেক মানুষ আমার উপর নির্ভর করে। অনুসরণ করে। প্রথমত বাংলাদেশি হিসেবে আমি খুবই গর্বিত। আমি নিজের পারফরম্যান্স এখানে দেখাতে চাই। যদি আমি ভালো করি, তাহলে আরও বাংলাদেশি এখানে আসবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আমার আছে, সেই অভিজ্ঞতা (এই ক্লাবে) দিতে পারি, নতুন এনার্জি দিতে পারি। আশা করি, সোল দে মাইয়োকে আরেকটা লেভেল উঁচুতে তুলতে পারব।’

এরপর জামাল জার্সি তুলে ধরেন, ৬ নম্বর জার্সি। জার্সি পরে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেন জামাল। সবাইকে ধন্যবাদ জানিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

Developed by: