আগামীকাল ২৫ আগস্ট (শুক্রবার) বাংলাদেশে মুক্তি পাচ্ছে ঢালিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘এম আর – ৯’। বাংলাদেশের পাশাপাশি কানাডা ও আমেরিকায়ও একযোগে মুক্তি পাচ্ছে চলচিত্রটি।
কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, যা নিয়ে প্রকাশ হয়েছে অসংখ্য বই এবং প্রতিটি সিরিজই পাঠকপ্রিয় হয়েছে। তারই একটি ‘ধ্বংস পাহাড়’ যা অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ ও আমেরিকার যৌথ প্রযোজনায় MR-9 DO OR DIE ছবিটি।
এই মুভিতে হলিউড বলিউড এবং ঢালিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন। আগামীকাল দেশে ও দেশের বাহিরে একযোগে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবর। আগামীকাল থেকে প্রতিদিন সিলেট এর দর্শকরা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ছবিটি উপভোগ করতে পারবেন।