বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে ছন্দে ফিরেছে অজিরা। জয়ের ধারা ধরে রাখার মিশনে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে অজিরা। একাদশে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিণ ও মার্কাস স্টোনিয়াস।
অপরদিকে, বিশ্বকাপে একেবারে ছন্দহীন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৫ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় মাঠে নামবে ইংলিশরা। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস, ক্যামেরুন গ্রিণ, মার্কাস স্টোনিয়াস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।