ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, রাজপুত্র ডালিমকুমার, রাজকন্যা কংকাবতী, রাক্ষস-খোক্ষস, ডাইনি বুড়ি এই বই ও চরিত্রগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের মধুর শৈশব। যদিও এখনকার শিশুরা বইমুখী না হয়ে ডিভাইসমুখী হচ্ছে বেশী। এতে তাদের শরীর ও মনের উপর পড়তে পারে নেতিবাচক প্রভাব। হাসান হাফিজ লিখিত ছয়টি বিদেশী রূপকথা শিশুদেরকে বইমুখী করার একটি অন্যতম প্রচেষ্টার উদাহরণ। এতে লেখক বিভিন্ন দেশের রূপকথার সম্মেলন ঘটিয়েছেন যা পাঠ করলে শিশুরা পাবে তাদের মনের খোরাক। বইটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী।
পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে। সরাসরি বইটি পেতে যোগাযোগ করুন ০১৭১১৪৮৪৬৬৮