সাধক পুরুষ হজরত শাহজালাল (র.) এর নামানুসারেই জালালপুরের নামকরণ করা হয়। এক সময় এ জালালপুর হিন্দুপ্রধান ছিল। শাহজালাল (র.) এর পদধুলির স্পর্শে জালালপুর মুসলমান অধ্যুষিত এলাকা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করে। শাহজালালের সিলেট বিজয়ের সময় তাঁর শেষ ছাউনি জালালপুরে ছিল। এই স্থানের নাম মোকামদোয়ার বা বড় মোকাম। এখানে তাঁর সঙ্গী শাহ কামাল ওরফে শাহ পহলোয়ানের মাজার আছে। জালালপুরে হজরত শাহজালাল (র.) একদিন একরাত যাপন করেন। এখানে তাঁর হাতের লাঠি বা যষ্টি মাটিতে পুঁতা অবস্থায় গাছে পরিণত হয় যা আশার গাছ নামে সর্বজন পরিচিত।