চলচ্চিত্রের এক সময়ের নায়ক ও কাহিনীকার আবুল কাশেম মিঠুন গত ২৪শে মে রাতে কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ১৯৮০ সালে ‘তরুলতা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘নিঃস্বার্থ’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘জিদ’, ‘চাঁদের হাসি’, ‘নরম গরম’, ‘গৃহলক্ষ্মী’, ‘এ জীবন তোমার আমার’, ‘খোঁজ খবর’, ‘ছোবল’, ‘কসম’, ‘দিদার’, ‘পরিচয়’ ইত্যাদি। তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ ইত্যাদি। আবুল কাশেম মিঠুন ১৯৫৮ সালের ১৮ই এপ্রিল পাইকগাছায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তিনি দিগন্ত টেলিভিশনে কর্মরত ছিলেন। মিঠুনের অকাল মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।