বিভাগ: বিনোদন

জেনি ও তানভীর খান বললেন ‘কবুল’

004বাগদানের দুই মাস না পেরোতেই বিয়ে করে ফেললেন অভিনয়শিল্পী-মডেল জেনি ও টিভি অনুষ্ঠান প্রযোজক তানভীর খান। তাদের চারহাত এক হয়ে গেলো গতকাল শুক্রবার (৩১ জুলাই)।

রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে দুই পরিবারের সদস্য এবং বর-কনের ঘনিষ্ঠ বন্ধু ও বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন।

গত ৫ জুন জেনির অনামিকায় আংটি পরিয়ে দেন তানভীর। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

জেনি টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। আর তানভীর কর্মরত আছেন চ্যানেল নাইনে।

অবশেষে এক ছবিতে শাহরুখ-সালমান

পাঁচ বছর একে অন্যের ছায়া মাড়াননি। অবশেষে ২০১৩ সালে ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে দ্বন্দ্ব মাটিচাপা দেন শাহরুখ-সালমান। সেই থেকে তাঁদের ভক্তেরা পছন্দের এই দুই তারকাকে এক ছবিতে দেখার আশায় বুক বেঁধেছিলেন। এবার সম্ভবত তাঁদের আশা পূরণ হতে চলেছে। শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের নতুন ছবিতে শাহরুখ-সালমানকে নিয়ে কাজ করবেন নির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়া।
এ প্রসঙ্গ ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, দুই খানকে নিয়ে ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য চোপড়া। শুরুতে ছবিটির একটি চরিত্রে রণবীর সিংকে নিতে চেয়েছিলেন আদিত্য। কিন্তু পরে তাঁর পরিবর্তে সালমানকে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। আদিত্যর ধারণা, এক ছবিতে দুই খানের উপস্থিতি বক্স অফিসে ঝড় তুলবে।
এরই মধ্যে রোমান্টিক-থ্রিলার ঘরানার ছবিটির চিত্রনাট্য শাহরুখ ও সালমানকে দেখান হয়েছে। দুজনই তা দারুণ পছন্দ করেছেন। তাঁরা আবার একসঙ্গে বড় পর্দায় কাজ করতে আগ্রহী। এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছেন শাহরুখ। ছবির কাজ শুরু হবে ২০১৬ সালের শেষদিকে।
অবশ্য এখন পর্যন্ত ছবির নাম কিংবা প্রধান নারী চরিত্রে কারা অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আদিত্য চোপড়া।
শাহরুখ ও সালমান অভিনীত ‘করণ অর্জুন’ ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। বক্স অফিস কাঁপায় ‘করণ অর্জুন’। সর্বশেষ ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সোনম’ ছবিতে একসঙ্গে দেখা যায় শাহরুখ ও সালমানকে।

তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী রুমানা

33daa3e3344785a2a46e3bb7e1fcb789টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী তৃতীয় বারের মত বিয়ে করতে যাচ্ছেন বলে একটি সূত্রের খবরে জানা যায়। আগামী ৮ আগস্ট ঢাকার ছেলে মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।

নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে ৬ আগস্টে হবে গায়ে হলুদ। এরইমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে এলিনের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন রুমানা। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। কিন্তু সে সংসারও টিকেনি বেশি দিন।

এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে

ভালো নেই দিতি

অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসার জন্য গতকাল শনিবার ভারতের চেন্নাইয়ে গেছেন তিনি। অবশ্য অসুস্থতা সম্পর্কে কিছু বলতে রাজি হননি দিতি। সুস্থ হয়ে দেশে ফিরে বিস্তারিত জানাবেন।
চার দিন দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল দুপুরের ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন দিতি। যাওয়ার আগে দিতি বলেন, ‘আজ দুপুরের ফ্লাইটে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারব না। সবাই আমার জন্য যেন দোয়া করেন। আমি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।’ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সুস্থ হয়ে ফিরে আসি, ইনশা আল্লাহ তখন কথা হবে।’ দিতির সঙ্গে তাঁর মেয়ে লামিয়াও চেন্নাই গেছেন। ভিসা না পাওয়ায় যেতে পারেননি দিতির ছেলে দীপ্ত। তবে তিনি ভিসা পাওয়ার চেষ্টা করছেন।
ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। এ জন্য ঈদে তেমন কোনো কাজই করতে পারেননি। ঈদের দিনটিও পরিবারের সদস্যদের সঙ্গে তেমন ভালো কাটেনি তাঁর। মায়ের সঙ্গে ঈদ করতে কানাডা থেকে দেশে আসেন দীপ্ত। কিন্তু অসুস্থ মায়ের জন্য ঈদে আনন্দ করতে পারেননি তিনি।
অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজ করছিলেন।

নিউইয়র্কে বেবী নাজনীনের একক সঙ্গীতসন্ধ্যা

পেশাগত কারণে আরো অঅগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। সেখান থেকেই কানাডা পরে আবারো আমেরিকা। এর মাঝে তিনি পবিত্র রমজান এবং ঈদ পালন করেন একমাত্র ছেলে মহারাজ অমিতাভ এবং ছোটবোন লিনি সাবরিনের সঙ্গে।

ঈদ শেষ। রবিবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামেলি আয়োজিত একটি অনুষ্ঠানে এককভাবে পারফর্ম করবেন বেবী নাজনীন। অনুষ্ঠানটি উপভোগ করতে আয়োজকরা কোন প্রবেশমূল্য বিক্রয় করছেন না। আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান এটি।

সাধারণত বেবী নাজনীনের অনুষ্ঠানগুলো এককভাবে তাকে ঘিরেই আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানে বেবী নাজনীনের ছোটবোন আমেরিকা প্রবাসী লিনি সাবরীন অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন।

ঢাকাইয়া ভাষায় কথা বলেছি

অপু বিশ্বাস। অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘লাভ ম্যারেজ’। এ চলচ্চিত্রসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি-‘লাভ ম্যারেজ’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
দর্শকরা অসম্ভব উচ্ছ্বাসিত ছবিটি নিয়ে। বেশ কিছু হলে গিয়ে দেখেছি, ছবি দেখার জন্য অগণিত দর্শক ভিড় জমিয়েছে। ছবি দেখার প্রতিটি মুহূর্তে তাদের মাঝে চাঞ্চল্য দেখা গেছে। নির্মাতা সূত্রে জেনেছি, দেশের প্রতিটি সিনেমা হল ছিল কানায় কানায় পূর্ণ। তাদের এই আগ্রহ-উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করেছে। দর্শকদের এই উচ্ছ্বাসের কারণ কী বলে মনে করেন? সমাজিক দৃশ্যপট নিয়ে এর কাহিনী। খানিকটা হাস্য-রসাত্মক ঘটনা গল্পে যোগ করা হয়েছে। আঞ্চলিক ভাষার সংলাপ শুনে অনেকেই মজা পেয়েছেন। গতানুগতিক ছবি থেকে এর চরিত্রগুলো খানিকটা আলাদা মনে হবে। শুনেছি, ছবিটি করার আগে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন? হ্যাঁ। ঠিকই শুনেছেন। কারণ এ ছবির প্রস্তাব দেওয়ার সময় বলা হয়েছিল; ঢাকার আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হবে। কিন্তু আমি এ কথা বলতে অভ্যস্ত নই। সে কারণে চরিত্র ফুটিয়ে তুলতে পারব কি-না তা নিয়ে চিন্তিত ছিলাম। অনেক ভাবনা-চিন্তা আর ব্যতিক্রমী কাজের প্রয়াসে ছবিতে চুক্তিবদ্ধ হই। কিন্তু যখন কাজ শুরু করি তখন প্রতিটি ডায়লগ দিতে গিয়ে আমাকে তোতলাতে হয়েছে। তা দেখে শুটিং ইউনিটের সবাই খুব মজা পেয়েছে। সে জন্য গল্প ও চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে একধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ছবিটি দর্শকদের ভালো লাগায় এখন মনে হচ্ছে আমার পরিশ্রম স্বার্থক হয়েছে। অন্যান্য কাজের খবর কী? শুটিং নিয়েই ব্যস্ত। এখন কাজ করছি বদিউল আলম খোকনের ‘রাজা বাবু’, শামিম আহমেদের ‘বসগিরি’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, উত্তম আকাশের ‘রাজা ফোর টুয়েন্টি’, জি সরকারের ‘লাভ ২০১৪’ ও ‘মাই ডার্লিং’ ছবিতে। হ এসএম কানন

পাকিস্তানেও বাজিমাত করলেন সালমান

বলিউডে ‘খান’ মানেই রেকর্ড ভাঙার গল্প। গত কয়েক বছর ধরেই এমনটাই হচ্ছে। ধারাবাহিকভাবেই রেকর্ড ভাঙা ও আয়ের অংকটাও বাড়ছে। তবে সালমানে বিগত ছবিগুলো ব্যবসা সফল হলেও দর্শকরা যেন সেই সালমানকে খুঁজেই পাচ্ছিল না। সেই সব সমীকরণই এবার পাল্টে দিলেন সালমান খান। ‘বজরঙ্গি ভাইজান’ দিয়ে কাঁপিয়ে দিলেন।

প্রথম দিনেই ছবিটি বলিউডের শীর্ষ আয়ের তালিকায়। এবার সিনেমাটি রেকর্ড গড়ল পাকিস্তানেও। কবির খান পরিচালিত ছবিটি পাকিস্তান থেকে আয় করে ৩৮ কোটি রুপি। যার মধ্যে করাচি থেকেই ছবিটির অর্ধেক আয়। যেখানে পাকিস্তানে ছবিটির মুক্তি নিয়ে বেশ ধকল পোহাতে হয় সংশ্লিষ্টদের। এমনকি টুইটারে পাকিস্তানি সেন্সরবোর্ড চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।

১৫ বছর ধরেই ঈদে আমার ছবি

ঢাকাই ছবির খল চরিত্রের অন্যতম অভিনেতা মিশা সওদাগর। এখন পর্যন্ত তিনি কাজ করেছেন প্রায় ৮০০ ছবিতে। এক যুগের বেশি সময় ধরে প্রতি ঈদে তাঁর কোনো না কোনো ছবি মুক্তি পাচ্ছেই। এবার ঈদেও মুক্তি পাচ্ছে তাঁর ছবি লাভ ম্যারেজ। কথা হলো তাঁর সঙ্গে
এমন কোনো ঈদ কি ছিল যেবার একটি ছবিও মুক্তি পায়নি?
খলনায়ক হিসেবে আমার চলচ্চিত্র ক্যারিয়ার ২৩ বছরের। এর মধ্যে সাতটি ঈদে কোনো ছবি মুক্তি পায়নি আমার। তবে এ বছর নিয়ে টানা ১৫ বছর ধরে ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছেই। কোনো বছর এমনও হয়েছে, ঈদে মুক্তি পাওয়া সব ছবিতেই আমি অভিনয় করেছি।
নায়ক হতে এসে হয়ে গেলেন খলনায়ক। এখনো কি আপনার নায়ক হওয়ার সেই ইচ্ছা আছে?
আমি তো নায়কেরও নায়ক। আমি কাজ করেছি জসীম, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, সালমান শাহ্, ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, মারুফ, শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, অনন্ত জলিলদের সঙ্গে। এটা কিন্তু চাট্টিখানি কথা নয়। ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নায়ক নির্বাচিত হই। ১৯৮৯ সালে নায়ক হিসেবে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয় করি। এরপর অমর সঙ্গী ছবিতেও আমি নায়ক ছিলাম। খলনায়ক হিসেবে ১৯৯২ সালে মুক্তি পায় আশা ভালোবাসা, কিন্তু প্রথম শুটিং করি প্রিয় তুমি ছবির। ইদানীং কিন্তু অনেক ছবিতে আমি নায়িকার বাবা, ভাই, দুলাভাইয়ের চরিত্রেও অভিনয় করছি। প্রতিনিয়ত নিজেকে ভাঙছি। প্রধান চরিত্রেও আমি কাজ করেছি।
আপনার স্ত্রী শিক্ষকতার সঙ্গে যুক্ত, দুজনের পেশা নিয়ে কোনো আলোচনা হয় কি?
আমার স্ত্রী আমার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক। কোনো ছবির প্রস্তাব পেলে তার সঙ্গে প্রথম আলোচনা করি। আমার স্ত্রী যে শিক্ষক, তা নিয়ে আমি সত্যিই অনেক বেশি গর্বিত।
মিশা সওদাগরের বাস্তবে জীবনের কথা জানতে চাই।
আমার ছেলেদের কাছে আমি সেরা বাবা। আমার স্ত্রী আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করে না। তার কাছে আমি আদর্শবান স্বামী। আরেকটা কথা, আমি মনে হয় মিডিয়ার সবচেয়ে বড় হিরো। কারণ, ২৩ বছরের ক্যারিয়ারে কোনো গসিপ নেই।

চিত্রনায়ক মিঠুনের ইন্তেকাল

চলচ্চিত্রের এক সময়ের নায়ক ও কাহিনীকার আবুল কাশেম মিঠুন গত ২৪শে মে রাতে কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ১৯৮০ সালে ‘তরুলতা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘নিঃস্বার্থ’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘জিদ’, ‘চাঁদের হাসি’, ‘নরম গরম’, ‘গৃহলক্ষ্মী’, ‘এ জীবন তোমার আমার’, ‘খোঁজ খবর’, ‘ছোবল’, ‘কসম’, ‘দিদার’, ‘পরিচয়’ ইত্যাদি। তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ ইত্যাদি। আবুল কাশেম মিঠুন ১৯৫৮ সালের ১৮ই এপ্রিল পাইকগাছায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তিনি দিগন্ত টেলিভিশনে কর্মরত ছিলেন। মিঠুনের অকাল মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মুখ খুললেন সালমান

গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাঁকে। জামিনে মুক্তি পেয়ে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং করছেন তিনি। কারাদণ্ডের আদেশ পাওয়ার পর বিষয়টি নিয়ে এত দিন কোনো মন্তব্য করেননি ‘ব্যাডবয়’ সালমান। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসমক্ষে মুখ খুললেন তিনি। বললেন, মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য তিনি নন। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সালমান।
কাশ্মীরে কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং করছেন সালমান। সম্প্রতি সেখানকার একটি হোটেলে খোলামেলা কথা বলেন তিনি। ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন সালমান। আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে সালমান বলেন, ‘সারা বিশ্বে অনেক কিছুই ঘটছে। তার তুলনায় আমার সমস্যাগুলো একেবারেই নগণ্য। আমি জানি না, মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে কি না। তারপরও এই ভালোবাসা গ্রহণ করছি আমি। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
‘বজরঙ্গি ভাইজান’ ছবির দীর্ঘ শুটিং করার পর বেশ ক্লান্ত দেখাচ্ছিল সালমানকে। তারপরও হাসিমুখেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য নিয়ে তিনি বলেন, ‘আমরা বোকার মতো শুধু শুধুই সুইজারল্যান্ড যাই। পৃথিবীর আর কোথাও কাশ্মীরের মতো এত সুন্দর জায়গা নেই।’

জম্মু ও কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন না কেন জানতে চাইলে সালমান মজা করে বলেন, ‘শুধু কাশ্মীর কেন? আমি পুরো ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব।’
কাশ্মীরের একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘মানুষের জীবনকে উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন তা আমি করব। আমি সব সময় সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।

Developed by: