বিভাগ: বিনোদন

কেন্ডালে মজেছেন রোনালদো-নেইমার

সেলিব্রিটিদের নিয়ে গসিপ যাদের পছন্দের তালিকায় সবার উপরে বিচরণ করে তাঁদের কাছে কেন্ডাল জেনার নামটা নতুন নয়। ভিক্টোরিয়া সিক্রেট সুপারমডেল কেন্ডালের আরও একটা পরিচয় রয়েছে।

তিনি স্বয়ং কিম কার্দাশিয়ানের বোন। এহেন কেন্ডালেই মজেছেন ফুটবলের দুই মহারথী। একজন ক্রিশ্চিয়ানো রোনালদো, অপরজন নেইমার দ্য জুনিয়র।

দিন কয়েক আগেই সিআর সেভেন কেন্ডালের ইনস্টাগ্রাম পেজের ‘হট অ্যান্ড সাল্ট্রি’ ছবি দেখে মোহিত হয়েছেন। পটাপট লাইক করতেও ভোলেননি সোশাল মিডিয়ার সম্রাট। কিন্তু কেন্ডালকে যে গোপনে নেইমারও চান সেকথা জানা যায়নি এতদিন।

গণমাধ্যমে যা খবর তাতে বার্সেলোনার ওয়ান্ডার বয় এখন ব্রাজিলিয়ান অক্টাগন গার্ল জেনি আনদ্রাদের সঙ্গেই চুটিয়ে ডেট করছেন।

কিন্তু সম্প্রতি কেন্ডাল বার্সেলোনায় এসেছিলেন একটি বিজ্ঞাপনী প্রচারে। সেখানেই নেইমার তাঁর সঙ্গে দেখা করেন ও ইনস্টাগ্রামে দু’জনে ঘনিষ্ঠ হয়ে ছবিও পোস্ট করেছেন। নেইমার ছবির ক্যাপশন দিয়েছেন, ‘নাইস টু মিট ইউ টু’।

রোনালদো যেখানে ইনস্টাগ্রামে ছবি লাইক করেই থেমে গেলেন সেখানে নেইমার সেখানেই ছবি পোস্ট করে জিতে গেলেন। আপাতত দৃষ্টিতে সকলেই বলবেন যে, রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতে গেল বার্সেলোনা। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। রোনালদোর সুপারহট এক্সদের তালিকায় আছেন কেন্ডালের বোন কিমও।

বলিউডের ‘লাভশুদা’ ছবিতে পড়শি’র গান

আগামী ৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউডের ছবি ‘লাভশুদা’। আর এই ছবির ‘মার জায়ে’ গানটি নতুন করে গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী পড়শি। টিপস মিউজিকের ব্যানারে বাংলা ভাষার মিশ্রণে তৈরি হয়েছে গানটি। ছবিতে গানটির গায়ক আতিফ আসলাম। ২৬ জানুয়ারি টিপস মিউজিক পড়শির কণ্ঠের এই গানটি প্রকাশ করেছে।

টিপস মিউজিকের ফেসবুক পেইজে পড়শির এই গানটির একটি পোস্টার দেয়া হয়েছে। ইতিমধ্যে পড়শির এই গানের ভিডিওটি ভালোই সাড়া পাচ্ছে।এই গানের ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাজ ইসলাম। গানটির সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি।

পড়শি কাছ থেকে জানা যায়, টিপস মিউজিকের সঙ্গে তার দেড় বছরের চুক্তি হয়েছে। এবং তাদের প্রযোজনার গান গাইবেন তিনি। শুধু ছবির গান নয়, একক গানও গাইবেন পড়শি। অক্টোবরে আর একটি গান গাইবেন বলে জানিয়েছেন।

বলিউডের অভিনেত্রী যারা বিবাহিত পুরুষদের বিয়ে করেছেন

নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাচিওরড পুরুষ পছন্দ করেন। বলিউডে রয়েছে তার অনেক উদাহরণ। সুন্দরী, সেক্সি অনেক বলিউড নায়িকারা তাঁদের প্রিন্স চার্মিংকে খুঁজে পেয়েছেন এমন কোনও পুরুষের মধ্যে যাঁরা আগেই বিবাহিত।

কারিনা কাপুর খান
বিয়ের দু’বছর পর সইফ আলি খান ও অমৃতা সিং বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তারপর রোজ়া ক্যাটাল্যানো নামে এক মডেলের প্রেমে পড়েছিলেন সাইফ। কিন্তু “টাশন”-এর সেটে কারিনার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। পাঁচ বছর পর বিয়ে করেন সইফ-করিনা।

বিদ্যা বালান
সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী বিদ্যা বালান। প্রথমে সিদ্ধার্থ বিয়ে করেছিলেন আরতি বাজাজকে। তারপর টেলিভিশন প্রোডিউসার কবিতাকে বিয়ে করেন তিনি। তাঁকে ডিভোর্স করার পর বিদ্যার সঙ্গে বিয়ে হয় তাঁর।

শিল্পা শেট্টি
শিল্পা শেট্টি তাঁর প্রিন্স চার্মিংকে খুঁজে পেয়েছিলেন রাজ কুন্দ্রার মধ্যে। শিল্পার আগে যিনি রাজের স্ত্রী ছিলেন তাঁর নাম ছিল কবিতা। শিল্পাকে বিয়ে করার জন্য তিনি কবিতাকে ডিভোর্স দেন বলে শোনা যায়।

লারা দত্ত
একটি টেনিস ইভেন্টে মহেশ ভুপতির সঙ্গে পরিচয় লারা দত্তর। লারার সঙ্গে বিয়ে হওয়ার আগে মডেল সবিতা জয়শঙ্করকে বিয়ে করেছিলেন মহেশ ভুপতি। তবে এঁদের পরিচয়ের অনেক আগেই মহেশ-সবিতার বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

কল্কি কোচলিন
“দেব ডি” দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন কল্কি কোচলিন। তারপরই অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে হয় তাঁর। “পাঁচ” রিলিজ় না করায় অ্যালকোহলিক হয়ে পড়েছিলেন অনুরাগ। সেই কারণেই প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় তাঁর। তারপরই তিনি বিয়ে করেন কল্কিকে।

শ্রীদেবী
প্রথম স্ত্রী মোনা শোরে কাপুরকে ডিভোর্স দেওয়ার পর প্রযোজক বনি কাপুর বিয়ে করেন শ্রীদেবীকে। তবে ডিভোর্সের পরও ১০ বছর মোনা বনি কাপুরের পরিবারের সঙ্গে থাকতেন। ছেলেমেয়েরা যাতে পরিবারের ছত্রছায়ায় বেড়ে ওঠে, তাই মোনা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

হেমা মালিনী
ধর্মেন্দ্র প্রথম স্ত্রীর নাম ছিল প্রকাশ কউর। হেমার প্রেমে যখন ধর্মেন্দ্র পড়েন তখন তিনি বিবাহিত পুরুষ। কিন্তু প্রেম তো জেনে বুঝে আসে না। কিন্তু প্রকাশ, ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে অস্বীকার করেন। তা সত্ত্বেও ধর্মেন্দ্র বিয়ে করেন হেমা মালিনীকে।

মধুবালা
প্রথমে কিশোরকুমার বিয়ে করেছিলেন রুমা গুহঠাকুরতাকে। তারপর তিনি মধুবালাকে বিয়ে করেন। তবে কিশোরকুমার কিন্তু তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরই মধুবালার পাণিগ্রহণ করেন।

সারিকা
বিবাহিত কমল হাসানের প্রেমে পড়েছিলেন সারিকা। কমল হাসানও অবশ্য পড়েছিলেন। সারিকাকে বিয়ের জন্য বাণী গণপথেকে ডিভোর্স দেন কমল। ১০ বছরের সম্পর্ক ভেঙেছিলেন তিনি।

শরীরের বিনিময়ে বিশ্বভ্রমণ!

বিশাল এ পৃথিবী। পৃথিবীটাকে গুরে দেখতে যেমন অনেক টাকার প্রয়োজন। ঠিক তেমনি টাকা আয় করতেও অনেক সময়ের প্রয়োজন। তাই টাকা আয় করে পৃথিবী ঘুরে দেখার চিন্তা বাদ দিয়ে সহজ কৌশল অবলম্বন করলেন আমেরিকার এক তরুণী।

বয়স মাত্র ২৫। এরই মধ্যে অনেক দেশই ভ্রমণ করে ফেলেছেন বিনা পয়সায়। ভাবছেন বিনা পয়সায় কীভাবে বিভিন্ন দেশে ভ্রমণ করা যায়। শরীরের বিনিময়ে।

মনিকা লিন নামের ওই তরুণী এর মধ্যেই দুবাইয়ে ক্যামেল ট্রেকিং থেকে শুরু করে হংকং-এ শপিং সেরে ফেলেছেন। কিন্তু এর জন্য কানাকড়িও তিনি খরচ করেননি। মনিকাকে টাকাও জমাতে হয় না।
মনিকা স্রেফ অনলাইনে পুরুষ বন্ধু জোগাড় করেন।

মনিকার কথায়, ন’টা-পাঁচটা চাকরি করলে এই সব দেশ ঘুরতে দশ বছরের বেশি সময় লেগে যেত। অত অপেক্ষা করার সময় নেই। তাই বিকল্প এবং অভিনব পন্থা নেয়া।

জানা গেছে, বিভিন্ন দেশে একের পরে এক পুরুষ বন্ধু জোগাড় করেন মনিকা। একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি নিত্যনতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সব ‘বন্ধু’ বিত্তবান এবং বেড়াতে যাওয়ার জন্য তারা নারীসঙ্গকে আবশ্যক বলে মনে করেন। মনিকার পুরো খরচ (মায় শপিং-ও) তারাই বহন করেন। পরিবর্তে মনিকাকে দিতে হয় তার শরীর।

মনিকা বলছেন, প্রথমে ভেবেছিলাম, ঠিক করছি তো? একটা দ্বিধা ছিলই। তার পরে একদিন শুরু করেই দিলাম।

আমেরিকার বাসিন্দার সাফ কথা, এইভাবে বেড়ানোর আগে কোনওদিন আমেরিকার বাইরে পা রাখিনি। এখন পাসপোর্ট ভরে এসেছে। পুরো দুনিয়াটাই আমার সামনে উন্মুক্ত।

শুরুটা হয়েছিল বার্বাডস দিয়ে। একটি বহুজাতিক সংস্থার ৩১ বছর বয়সি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে এক সপ্তাহের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাটিয়েছিলেন।

শারীরিক সম্পর্ক কি আবশ্যিক শর্ত?
মনিকা জানান, না। শারীরিক সম্পর্কের কথা প্রথমে বলা হয় না। কিন্তু দু’জন নারী-পুরুষ বেড়াতে যাবেন একসঙ্গে, এক বিছানায় শোবেন আর শারীরিক সম্পর্ক হবে না, এটা হয়?

এমন লোকও আছেন যিনি মনিকার সঙ্গে একবার বেড়াতে যাওয়ার পরে তার ফ্যান হয়ে গিয়েছেন। যেখানেই বেড়াতে যান, মনিকাকে চাই-ই। সূত্র: এবেলা।

স্বামী-সংসার ছেড়ে সিনেমায় প্রভা!

স্বামী-সংসার ছেড়ে রুপালি পর্দায় প্রভা। অনেক ব্যস্ততা। শিডিউল পেতে পরিচালকদের লম্বা লাইন। রাত-দিন এফডিসিতে শুটিং। সবাইকে সময়ও দিচ্ছেন। এমন এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’। সেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন প্রভা।

নাটকটি নির্মাণ করছেন সুমন আনোয়ার। রচনাও তাঁর। গল্পের খাতিরেই নাটকটির শুটিং চলছে এফডিসিতে।

এফডিসিতে নাটকটির শুটিংয়ের গিয়ে কথা হলো পরিচালকের সঙ্গে। সুমন আনোয়ার জানালেন, তাঁর প্রথম সিনেমা ‘কয়লা’-এর প্রস্তুতি নিতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তাই নিয়েই নাটকটির গল্প। তাঁর ভাষায়, ‘সিনেমা বানানো যে একটা বহুমাত্রিক যুদ্ধ, তা-ই এখানে দেখিয়েছি। দর্শকেরা অনুভব করতে পারবেন সিনেমা বানানো কতটা কঠিন। একজন পরিচালককে যে কত কিছু ম্যানেজ করতে হয়।’

নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সুমন আনোয়ার। তা-ও পরিচালক সুমন আনোয়ার হয়েই। এ ছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শ্যামল মাওলা, শাহেদ আলী সুজন, সুষমা সরকারসহ অনেকেই।

সুমন আনোয়ার জানিয়েছেন, খুব তাড়াতাড়ি একটি স্যাটেলাইট চ্যানেলে এই ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে।

শাকিব-ফেরদৌসের সঙ্গে এবার সানি লিওন!

ঢাকাই সিনেমার কিং শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে এবার মঞ্চ কাঁপাতে আসছেন বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে তিন দেশের চলচিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে সেলেব্রিটি টোয়েন্টি- টোয়েন্টি ক্রিকেট লিগ। আর এ আসরেই দেখা যাবে শাকিব, ফেরদৌসের সঙ্গে সানি লিওনকে।

জানা গেছে, ভারত,পাকিস্তান এবং আয়োজক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪ থেকে ৭ই ফেব্রুয়ারি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মশালা টুর্নামেন্ট৷

সে লীগেই অংশ নিতে অনেক বলিউড তারকার সঙ্গে ঢাকায় আসছেন সানি লিওন। খেলা শেষে স্টেডিয়ামেই চলবে জমকালো অনুষ্ঠান। আর সে অনুষ্ঠানেই সানি লিওনের সঙ্গে নাচার সুযোগ পাবেন বাংলার দুই নায়ক।

চারদিনের প্রতিটি ম্যাচের শেষে অনুষ্ঠিত হবে তিন দেশের তারকাদের নিয়ে জমকালো অনুষ্ঠান। সানি লিওন ছাড়াও এ তারকাদের দলে আছেন অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা।

বাংলাদেশের কোন নায়িকার ডিমান্ড কত টাকা?

মেয়েদের বয়স জানতে চাওয়া যেমন বিব্রতকর তেমনি কারো বেতন বা আয় জানতে চাওয়াটাও বিব্রতকর। তারপরও মানুষ উৎসুক হয়ে থাকে গোপন এই খবরটি জানার জন্য। কাউকে বিব্রত না করে প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলে হাজির করা হয়েছে নায়িকাদের সিনেমা প্রতি আয়ের আনুমানিক হিসাব। আসুন জেনে নেই হিসাবটি।

শাবনূর
একসময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূরকে আর বড়পর্দায় দেখা যায় না। সম্প্রতি চলচ্চিত্রে ফেরার ঘোষণা দিলে হুমড়ি খেয়ে পড়েন পরিচালক-প্রযোজকরা। ছবি করবেন কি না তা এখনো ঠিক না হলেও পারিশ্রমিক খুব বেশি দাবি করছেন না। ছবি প্রতি ৭ থেকে ১০ লাখেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে।

মৌসুমী
বিশ বছরেরও বেশি সময় ধরে দর্শকের মন জয় করে আছেন মৌসুমী। আগের মতো আর ছবি না করলেও বছরে দু’একটি ছবিতে তাঁর উপস্থিতি লক্ষ করা যায়। তবে নায়িকার চেয়ে চরিত্রাভিনেত্রী হিসেবেই বেশি দেখা যায় তাঁকে। গুণী এই অভিনেত্রী ছবি প্রতি ৭ থেকে ৮ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।

পপি
বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন জনপ্রিয় নায়িকা পপি। ভাল গল্প আর ভাল পরিচালকের অপেক্ষায় থাকা এই নায়িকাও ছবি প্রতি ৬ থেকে ৭ লাখ টাকা হাকাচ্ছেন বলে জানা গেছে।

অপু বিশ্বাস
আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা পান তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। শুরুতে অপু বিশ্বাস ২ থেকে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়িয়ে ৭ থেকে ৮ লাখ টাকা নেন। চলচ্চিত্রের মন্দা অবস্থায় মাঝে কিছুদিন ৩ থেকে ৪ লাখ টাকা নিলেও এখন আবারো পারিশ্রমিক বাড়িয়ে ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন তিনি।

ববি হক
২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ইয়ামীন হক ববি। এরপর বেশ কিছুদিন বিরতি দিয়ে ২০১৩ সালে একই পরিচালকের ‘দেহরক্ষী’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিয়মিত হন চলচ্চিত্রে। শুরুতে নামমাত্র পারিশ্রমিক নিলেও ববি এখন সিনেমা প্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন।

জয়া আহসান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড় পর্দায় এসেছেন খুব বেশিদিন হয়নি। বেছে বেছে কাজ করেন তিনি। ফলে শুধুমাত্র পারিশ্রমিক নয়, চান মনের মতো গল্প আর পরিবেশও। আবার নির্দিষ্ট কোনো পারিশ্রমিকেও নিজেকে বন্দি করে রাখেননি এ তারকা। পরিচালক-প্রযোজক বুঝে পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তবে আনুমানিক ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে।

মাহিয়া মাহি
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে আসেন মাহিয়া মাহি। কয়েক বছরের ব্যবধানেই গায়ে জড়িয়ে নিয়েছেন শীর্ষ নায়িকার তকমা। শুরুতে ছবি প্রতি ২ থেকে ৩ লাখ টাকা নিলেও জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের পরিমাণও ক্রমশ বাড়তে থাকে। মাহি বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

বিদ্যা সিনহা সাহা মিম
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। এরপর নিয়মিত হন নাটকে। মাঝখানে শাকিব খানের সঙ্গেও একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু দর্শকের সাড়া না পেয়ে আবারো ফিরে যান ছোটপর্দায়। তবে খুব বেশিদিন ছোটপর্দায় পড়ে থাকতে হয়নি এই নায়িকাকে। কয়েক বছর ধরে আবারো ব্যস্ত হয়ে পড়েছেন চলচ্চিত্রে। জয়া আহসানের মতো মিমও নিজেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিকে আবদ্ধ রাখেন নি। পরিচালক ও প্রযোজক ভেদে ওঠানামা করে তার পারিশ্রমিক। তবে পারিশ্রমিকে ৬ থেকে ৭ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ আছেন তিনি।

পরীমণি
শাহ-আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরী মণি। ছবি মুক্তির আগেই পরিচালক-প্রযোজকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ফলে দর্শকের সামনে হাজির হওয়ার আগেই পরী মণি চুক্তিবদ্ধ হন প্রায় ৩০টি ছবিতে। শুরুর দিকে পরী ১ থেকে ২ লাখ টাকা নিলেও পরিচালক প্রযোজকদের ব্যাপক চাহিদার কারণে পারিশ্রমিক বাড়িয়ে বর্তমানে ছবি প্রতি ৫ থেকে ৬ লাখ টাকা করে নিচ্ছেন।

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদও ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজ করছেন সম্প্রতি। কোন ছবি মুক্তি না পেলেও চলচ্চিত্র প্রযোজকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠেছেন এ নায়িকা। জানা যায়, ছবি প্রতি ২ লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী।

আঁচল
‘ভুল’ ছবি দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন আঁচল। সম্প্রতি বেশকিছু জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে নিজেও জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথমে ২ লাখ টাকা করে পারিশ্রমিক নিলেও এখন সিনেমা প্রতি পারিশ্রমিক নিচ্ছেন ৩ থেকে ৪ লাখ টাকা করে।

এদিকে একেবারে নতুন নায়িকাদের মধ্যে অমৃতা খান, শিরিনি শিলা, নিঝুম রুবিনাসহ অনেকেই নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রে। আনকোরা এই নায়িকারাও পরিচালক-প্রযোজক বুঝে নিজেদের পারিশ্রমিক হাকাচ্ছেন। তবে এটা ১ থেকে ২ লাখের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানা যায়।

অবৈধ সন্তানের মা হতে চলেছেন অপু বিশ্বাস !!

বেশ কয়েক বছর আগেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন অপু বিশ্বাস। সময়ের নির্ভরযোগ্য নায়িকা অপু বিশ্বাস এখন অনেকটাই স্তিমিত হয়ে পড়েছেন। শাকিব খান নির্ভর হওয়াতেই এমনটা ঘটছে বলে মনে করেন অপুর সমালোচকরা। তবে যার উপরই অপু নির্ভর করেন না কেন অপুর এখন মন্দা সময়ই বলা যায়।

২ বছর বিরতির পর নিজেকে আবারো লাইমলাইটে আসার চেষ্টা করলেও ব্যবসা সফল কোনো ছবিই উপহার দিতে পারছেন না অপু। ফলে ধীরে ধীরে চাহিদা কমতে শুরু করেছে তার।

রুপালী পর্দায় নিজের অবস্থান টিকিয়ে রাখার সংগ্রামেই এখন ব্যস্ত তিনি। আর তাই রেমুনেশন নয়, উপস্থিতিটাই তার কাছে মুখ্য। এমনকি শাকিব খানের গন্ডি থেকে বেরিয়ে নতুন নায়কদের সঙ্গে অভিনয় করার কথাও ইতোমধ্যে ভেবেছেন এ গ্লামার গার্ল। এসব কারণে একসময় ছবি প্রতি ৭-৮ লাখ টাকা রেমুনেশন নিলেও এখন নিচ্ছেন ৩-৪ লাখ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বলেন, ‘সিনেমা মন্দার এ সময়ে অপুর প্রভাব সবার উপরেই পড়ছে। আর শাকিব খানের ছবিতে শাকিব খানকেই সবাই হাইলাইট করে সেখানে নায়িকার তেমন ভূমিকা থাকে না। তাই এখন কম পারিশ্রমিকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে অপুকে।

এদিকে, এ বছরের শুরুতে এক সিনেমায় অভিনয় করছেন নায়িকা অপু যেখানে তাকে অবৈধ সন্তানের মা হিসেবে দেখা যাবে বলেও জানিয়েছেন সে পরিচালক। ইতিমধ্যে ৩ লাখ টাকায় সিনেমাটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস !

‘বেওয়াচ’ সিনেমায় প্রিয়াঙ্কা

বাসিয়া ডেস্ক : মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্ট হিসেবে দুর্দান্ত অভিনয় করে জিতে নিয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। প্রথম দক্ষিণ এশীয় অভিনয়শিল্পী হিসেবে এই পুরস্কার পেয়ে ইতিহাস গড়ার পর এবার হলিউডি সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি।

নব্বইয়ের দশকের সাড়া জাগানো টিভি সিরিজ ‘বেওয়াচ’ এবার আসছে বড় পর্দায়। সেখানেই অভিনেতা ডোয়েইনন জনসন এবং জ্যাক এফ্রনের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

‘বেওয়াচ’ সিনেমাটির গল্পটি আবর্তিত হয়েছে সমুদ্র উপকূলে জীবনরক্ষাকারী বাহিনিকে নিয়ে, যার প্রধান হিসেবে দেখা যাবে ডোয়েইন জনসনকে। আর অলিম্পিকে অংশ নেয়া এক সাবেক খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে এফ্রনকে।

সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ সিজে পার্কারের চরিত্রটির জন্য এর মধ্যেই নাম লিখিয়েছেন মডেল কেলি রোরবাখ। সিরিজে এই চরিত্রে অভিনয় করেছিলেন পামেলা অ্যান্ডারসন। জানা গিয়েছে সিনেমায় খলচরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

সেথ গর্ডনের পরিচালনায় খুব শিগগিরই শুরু হবে সিনেমাটি শুটিং। ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ততার মধ্যেও এতে কাজ করবেন প্রিয়াঙ্কা। টুইটারে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবিও পোস্ট করেছেন রক জনসন।

‘সুইটহার্ট’ মিমকে নিয়ে ফিরলেন রিয়াজ

বাসিয়া ডেস্ক : সালমান শাহের প্রয়াণের পর ঢাকাই সিনেমায় রোমান্টিক হিরো হিসেবে একচেটিয়া অভিনয় করে গেছেন রিয়াজ। ‘পড়েনা চোখের পলক’ গানের সেই আবেগী তরুণ আবার পর্দায় ফিরেছেন। বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে তাকে মানিয়েছেও দারুণ।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এ জুটির নতুন সিনেমা ‘সুইটহার্ট’-এর ‘গান কেন রে তোর মাঝে’। যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এর পর বলিউডি ধাঁচের নাচটা ভালোই রপ্ত করে নিয়েছেন মিম। আর অভিব্যক্তিতে রিয়াজ অনবদ্য ছিলেন বরাবরই।

দেশের বাইরে চিত্রায়িত গানটির নৃত্য নির্দেশনা, চিত্র ধারণ ও সম্পাদনার কাজ প্রশংসনীয়।

শ্রুতিমধুর এই প্রেমের গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ুন এবং রমা। গানের কথা লিখেছেন সুদিপ কুমার দিপন, গানটিতে সুরও করেছেন আহমেদ হুমায়ূন।

ওয়াজেদ আলি সুমন পরিচালিত প্রেমের ছবি ‘সুইটহার্ট’-এ প্রথমবারের মতো মিমের সঙ্গে জুটি বেঁধেছেন রিয়াজ। রিয়াজ-মিম ছাড়াও সিনেমায় অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে শম্পা রেজাকে।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘সুইটহার্ট’ মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।

Developed by: