বিভাগ: প্রবাস

মিছবাহ ফাউন্ডেশন ও স্পেকট্রাম বাংলা রেডিও লন্ডনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

0111111111গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘার বায়দুল আকমল জামে মসজিদে গত ২১ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা মিছবাহ ফাউন্ডেশন ও স্পেকট্রাম বাংলা রেডিও লন্ডনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ন ইসলাম কামাল।
তরুণ সমাজকর্মী জিয়া উদ্দিন আহমেদ দিলারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিছবাহ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির প্রেসসচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, কাউন্সিল অব মস্ক ইউকের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, বাংলাদেশ সেন্টার লন্ডনের চিফ ট্রেজারার আলহাজ সিরাজুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের প্রেসিডেন্ট আলহাজ এম এ আহাদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, সমাজসেবী মনসুর আহমদ খান, মাসিক বাসিয়া সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, কয়েস আহমদ সাগর, ইউনুছ আলী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কাউন্সিল অব মস্ক ইউকের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে হার্ট ক্যাম্পের আয়োজন করা হয় এবং গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে’র বার্ষিক সভা অনুষ্ঠিত

1

গত ৫ই নম্ভেম্বর ২০১৮ সোমবার লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয় ইস্ট লন্ডনের একটি স্থানীয় হলে । সংগঠনের সভাপতি আব্দুল মুক্তার সাইস্তার সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে কোরান তেলাওত করেন ফয়ছল আলী আহমেদ ।সংগঠনের কোষাধ্যক্ষ রফিক উদ্দিন এর পিতা সদ্য প্রয়াত আলহাজ্ব রইছ মিয়া সাহেবের আত্নার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাবিবুর রহমান ।
ট্রাস্টে বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুষ্টান পরিচালনার পাশাপশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ রহমান এবং ট্রাস্টের বার্ষিক হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ রফিক উদ্দিন ।
উক্ত অনুষ্ঠানে লন্ডন এবং লন্ডনের বাইরে থেকে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে
স্বাগত বক্তব্যে রাখেন ট্রাস্টের সভাপতি আব্দুল মুক্তার সাইস্তা এবং ট্রাস্ট পরিচলনা ও ট্রাস্টের আগামী কর্ম পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন আব্দুল হক আবু, আব্দুল আহাদ,  ফখর উদ্দিন ফারুক, আরশ আলী, সাইস্তা মিয়া, মিয়া মোহাম্মদ চন্দন, ও মোহাম্মদ সামসুল হুদা

টাওয়ার হেমলেট এর সাবেক স্পীকার খালেছ উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন
আমি খুবই আনন্দিত ও অবিভুত এত দ্রুত সময়ে বিপুল সংখ্যক ট্রাস্টি সদস্য হয়েছেন এবং সে জন্য তিনি সংগঠনের সকল কর্তকর্তা সাধুবাদ জনান ।

তাকবীর হোসেন দুলাল বলেন গত অভিষেক ও ঈদ পুর্নমিলনী অনুষ্টানে আসা তার মেয়ে অন্যান্য ছেলে মেয়ে সাথে পরিচিত হয়ে এবং এলার সবাইকে এক সাথে দেখ খুবই আনন্দিত হয়েছে তাকবীর হোসেন দুলালের কথার সূত্র ধরে ফয়ছল আলী আহমেদ বলেন এদেশে বেড়ে উঠা আমাদের প্রজন্মকে
ট্রাস্টের সাথে যুক্ত করতে পারলে এলার সবার সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠবে এবং ট্রাস্টও আরও গতিশীল হবে ।

বিলেতে বেড়ে উঠা প্রজন্মের সাদেক আহমেদ বলেন লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে এর সাথ যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ট্রাস্টের সাথে যুক্ত হওয়ায় আমাদের এলার সবার সাথে পরিচিত হতে পেরেছি । উক্ত অনুষ্ঠানে ট্রাস্টে গঠনতন্ত্র বাংলা ও ইংরেজী চুড়ান্ত অনুমোদন করা হয় ।
এছাড়াও আরও বক্তব্যে রাখেন লাল মিয়া, নাছির উদ্দিন,  রফিক উদ্দিন, বদরুল হক শাহীন, শহিদুল ইসলাম, মিরাজ নানু, আব্দুল কাইয়ুম সুনেল, মামুন রহমান, এম মোসাইদ খান, দারা হোসেন পলাশ, মুহিবুর রহমান, উম্মর আলী রিপন, সুভাস কান্তি নাথ, আব্দুল কালাম, জসিম উদ্দিন জুনায়েল, একমান আলী প্রমুখ ।

উল্লেখ্য লালাবাজার ইউনিয়নে ফ্রী চক্ষু শিবির পরিচালনার সিদ্বান্ত গৃহিত হয় এবং এর জন্য
জন্য প্রায় ৭লাখ টাকার আর্থিক প্রতিশ্রুতি প্রদান করেন উপস্থিত সদস্যরা ।
নৈশভোজ শেষে অনুষ্টানের সামাপ্তি ঘোষণা করা হয় ।

2

খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ২০১৮ এর ফল প্রকাশ

44904063_2079356408754141_4930203743741280256_nদক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালারগাঁও গ্রামের আব্দুল গফুর কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল কর্তৃক পরিচালিত খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গত ২৮ অক্টোবর প্রকাশ করা হয়। এতে তিনটি গ্রেডে মোট ১২ শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে।
প্রথম গ্রেডে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্তরা হলেন আব্দুল গফুর কিন্ডারগার্টেন ্জুনিয়র হাইস্কুলের সানজিদা আক্তার, ছামিহা খানম, আল মুছিম স্কুল অ্যান্ড কলেজের সোনালি আক্তার, আব্দুল আহাদ কিন্ডারগার্টেনের ফাহিম আহমদ আরমান। দ্বিতীয় গ্রেডে মেধা তালিকায় বৃত্তি প্রাপ্তরা হলেন লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের শেখ শিপু, বর্ষা চন্দ চুমকি, মাহফুজ আহমেদ অভি, মোঃ ফারদিন আহমেদ। তৃতীয় গ্রেডে মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্তরা হলেন লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের অধরা দাস তুষি, হযরত আলী(রাঃ) একাডেমী ্কমপ্লেক্স এর মুশফিকুর রহমান অভি, আল-মুছিম স্কুল এন্ড কলেজের শরীফ উদ্দিন মুন্না এবং আলহাজ্ব রইছ মিয়া স্কুলের মুছলিমা আক্তার বৃত্তি লাভ করেন। আগামী ৩ নভেম্বর সকাল ১১টায় আব্দুল গফুর কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুলে আনুষ্ঠানিক ভাবে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ঠ সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য খয়রুন নেছা বৃত্তির প্রবর্তক মো. আশিক মিয়া অনুরোধ জানিয়েছেন।

লন্ডনে বাংলাদেশ বইমেলার প্রথম দিনেই বাসিয়া প্রকাশনীতে উপচেপড়া ভীড়

42354086_244917989503993_6056713566004707328_nসম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের আয়োজনে পূর্বলন্ডনের হ্যানব্যারী স্টেটের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী বাংলাদেশ বইমেলার প্রথম দিন ছিল ২৩ সেপ্টেম্বর। প্রথম দিনে বাসিয়া প্রকাশনী স্টলে উপচেপড়া ভীড় ছিল। বিলেতে এই প্রথম ঢাকার নামী দামী প্রকাশনী সংস্থার সাথে সিলেট থেকে বাসিয়া প্রকাশনী অংশগ্রহণ করে। সেই সুবাদে প্রবাসী সিলেটীদের উপচেপড়া ভীড় ছিল বাসিয়া প্রকাশনী স্টলে। শুধু লন্ডন নয় আশ পাশের দেশ থেকে এসেছিলেন অনেক। তারা সিলেটী লেখকদের বইসহ ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও গানের বই সংগ্রহ করেছেন।
বাসিয়া প্রকাশনী স্টলে ফ্রান্স থেকে এসেছিলেন সংগঠক আব্দুল মান্নানের নেতৃত্বে বেশ কিছু বইপ্রেমিক। এছাড়া বাসিয়া প্রকাশনী স্টলে এসেছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দি রয়েল রিজানন্সির স্বত্বাধিকারী এম এ বারী, সাপ্তাহিক পত্রিকা এর বেলাল আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাংবাদিক তাইছির মাহমুদ, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের প্রথম বারে নির্বাচিত তরুণ কাউন্সিল লেখক শাহ সুহেল আমীন, হিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার সমাজসেবী লাকী মিয়া, গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ইউকে এর চেয়ারপার্সন সমাজসেবী কামরুন নেছা মতিন শুভা, লেখক কাজল রশীদ, গল্পকার ময়নুর রহমান বাবুল, কবি আবু মকসুদ, কবি এ কে এম আব্দুল্লাহ, কবি শামীম আহমদ, কবি শামীম শাহান, কবি মোহাম্মদ ইকবাল, কবি এম মোসাইদ খান, কবি আঞ্জুমান রোজী, কবি ও সম্পাদক সুজাত মনসুর, ছড়াকার শাহাদত করিম ও ছড়াকার জুসেফ খান, চিত্র নায়িকা সুনিয়া, কবি আসমা মতিন, কবি ফাহমিদা ইয়াসমিন, জনপ্রিয় কণ্ঠশিল্পী রওশনারা মনি, ছড়াকার জুসেফ খান, সাংবাদিক ও কবি আবদুল কাইয়ূম, সাংবাদিক হেলাল সাইফ, গীতিকার শাহ আব্দুল ওদুদসহ অনেকে।
উল্লেখ বাসিয়া প্রকাশনী সিলেটের সব কয়টি মেলায় অংশগ্রহণ করলেও এবারে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সুবাদে বহিঃবিশ্বে এই প্রথম কোন মেলায় বাসিয়া প্রকাশনীর অংশগ্রহণ।

লন্ডনে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ বইমেলাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি : সকলের সহযোগিতা কামনা

22222222বিগত বছরের ধারাবাহিকতায় আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর, রবিবার ও সোমবার পূর্ব লন্ডনের ব্রাডি আটর্স সেন্টোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব’ ।
এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর রোববার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ শাহ কমিউনিটি সেন্টারে বাংলা মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন । এতে ৮ম বাংলাদেশ বই মেলার বিস্তারিত তুলে ধরে দুদিনব্যাপী বইমেলাকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে স্বপরিবারে বইমেলায় অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি লেখক ও গবেষক ফারুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ইকবাল হোসেন বুলবুল।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১০ সাল থেকে বাংলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য-এর উদ্যোগে প্রথমে বাংলা একাডেমি বইমেলা এবং পরবর্তীতে বাংলাদেশ বইমেলা নামে সাতটি উৎসব উদযাপিত হয়ে আসছে । এই মেলা বা উৎসবকে কেন্দ্র করে সংগঠনের অর্জনও অনেক। ২০১১ সালে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমির যুগান্তকারী পদক্ষেপ ছিল, বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার-এর প্রবর্তন। ওই বছর এ পুরস্কারটি লাভ করেন কবি ও কথাসাহিত্যিক কাদের মাহমুদ এবং বাংলা একাডেমির ফেলোশিপ লাভ করেন লেখক সাংবাদিক নুরুল ইসলাম। ২০১২ সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার লাভ করেন প্রয়াত কথাসাহিত্যিক মাসুদ আহমদ এবং কবি ও কথাসাহিত্যিক সালেহা চৌধুরী। ২০১৩ সালে গবেষণামূলক সাহিত্যকর্মের জন্য এ পুরস্কারটি অর্জন করেন লেখক সাংবাদিক ইসহাক কাজল ও ফারুক আহমদ এবং বিজ্ঞানবিষয়ক গবেষণার জন্য জার্মানবাসী লেখক ড. গোলাম আবু জাকারিয়া।
এক পর্যায়ে বাংলা একাডেমি প্রবাসী লেখক এ নামটি পরিবর্তন করে ২০১৪ সালে পুরস্কারটির নামকরণ করা হয় বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার। সে বছর কানাডাবাসী কবি সৈয়দ ইকবাল ও কবি ইকবাল হাসান এই পুরস্কার লাভ করেন । ২০১৫ সালে পুরস্কার লাভ করেন, ফরাসি লেখক ও প্রফেসর অ্যামেরিটাস, ফ্রেঞ্চ ভট্টাচার্য এবং কথাসাহিত্যিক মঞ্জু ইসলাম (সৈয়দ মঞ্জুরুল ইসলাম)। ২০১৬ সালে বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পান কবি শামীম আজাদ এবং কবি নাজমুন নেসা পিয়ারী।

২০১৬ সালে মেলা পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে মেলায় আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ‘জ্ঞান ও সৃজনশীল’ প্রকাশনা সমিতির কর্মকর্তাগণসহ মেলায় আগতরা অসন্তোষ প্রকাশ করেন । ফলে ২০১৭ সালে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি কার্যভার গ্রহণ করে এবং মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করে । কিন্তু নানা জটিলতার কারণে সে বছর মেলা করা সম্ভব হয়নি। ২০১৮ সালে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আবারও মেলায় সার্বিক সাহায্য-সহযোগিতার দানের আশ্বাস দেন এবং মেলার জন্য একটি পরিরকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবার নির্দেশনা দেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তের কারণেই এই ঐতিহ্যবাহী মেলাটি নিয়ে আবারও নানা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। ফলে ২০১৮ সালের মেলা আয়োজনের জন্য কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়নি । অথচ মেলার দিন-তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। তাই গত আগস্ট মাসে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে, এ বছর আমরা বিলাতের বাঙালি কমিউনিটির পরামর্শ, সার্বিক সাহায্য ও সহযোগিতা নিয়েই বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের ধারাবাহিক ঐতিহ্য বজায় রাখবো।

দুদিনব্যাপী বই মেলার প্রথম দিনের অনুষ্ঠানমালায় রয়েছে দুপুর ১২টায় বইমেলার উদ্বোধন । তারপর একে একে আলোচনা সভা, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান । চলবে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আবদুল মতিন সাহিত্য পুরস্কার ও তাসাদ্দুক আহমদ সৃজনশীল শিল্প পুরস্কার প্রদান।

দ্বিতীয় দিনের আনুষ্ঠনমালায় রয়েছে বইমেলা ও সাংস্কৃতিক আনষ্ঠান। এ বছর মেলায় বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। প্রধান অতিথি হিসেবে আসছেন কবি আসাদ মান্নান, রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাজমা মান্নানসহ বিশিষ্টজন ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিলেতের প্রায় প্রতিটি টিভি চ্যানেল ও সংবাদপত্র বিনামূল্যে বাংলাদেশ বইমেলার বিজ্ঞাপন ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ঘোষণা দিয়েছে । উদাত্তভাবে সহযোগিতা করছেন বিলেতের সাহিত্য সংস্কৃতিমোদীরা ।
এতে আরো জানানো হয়, বই মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করার কথা রয়েছে, আগামী প্রকাশনী, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, নালন্দা, উৎস প্রকাশন, জাগৃতি প্রকাশনী, অনন্যা প্রকাশনী, প্রান্থ প্রকাশনী, রামন পাবলিশার্স, শব্দশৈলী, আনিন্দ প্রকাশন, বাসিয়া প্রকাশনী, দ্য ইউনিভার্সিটি একাডেমি, পরিজাত প্রকাশনী, অনার্য প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের সহ-সভাপতি সাপ্তাহিক জনমতের পলিটিক্যাল এডিটর ইসহাক কাজল, কোষাধ্যক্ষ কবি এ কে এম আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক স্মৃতি আজাদ, সহ-সাধারণ সম্পাদক এম মোসাহিদ খান ও কবি ময়নুর রহমান বাবুল, প্রকাশনা সম্পাদক রেজুয়ান মারুফ, প্রচার সম্পাদক ও অনলাইন নিউজপোর্টাল দৈনিক আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান, সদস্য জামাল খান, কবি মোহাম্মদ মুহিদ, চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, মেলা উপকমিটির সদস্য শামীম শাহান, মেলা উপকমিটির সদস্য এডভোকেট ইউসুফ শেখ, সাংবাদিক কলামিস্ট নজরুল ইসলাম বাসন, সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, কমিউনিটি নেতা সায়াদ আহমদ সাদ, সাংবাদিক সৈয়দ আব্দুল কাদির, কাউন্সিলার শাহ সোহেল আমিন, চ্যানেল এস’র হেড অব ক্যামেরাম্যান রেজাউল করিম মৃধা, ইকরা টিভির জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান পলক, সিনিয়র রিপোর্টার আসম মাসুম, টিভি সাংবাদিক আহসানুল আম্বিয়া শুভন, সাপ্তাহিক পত্রিকার রিপোর্টার কবি হামিদ মোহাম্মদ, পাক্ষিক ব্রিক লেইন সম্পাদক জুয়েল রাজ, সাপ্তাহিক সুরমার প্রতিনিধি হেলাল সাইফ, সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটনসহ আরও অনেকে।

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডে বইমেলায় সিলেটের বাসিয়া প্রকাশনী অংশ নিচ্ছে

Mela UK 01সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে এর উদ্যোগে অস্টম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর রবি ও সোমবার পূর্ব লন্ডনের হ্যানব্যারি স্ট্রিট এর দ্যা ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এই বইমেলায় ঢাকার কয়েকটি প্রকাশনীর সাথে সিলেটের বাসিয়া প্রকাশনী অংশ নিচ্ছে। ইংল্যান্ডে বসবাসরত সিলেটের প্রবাসীসহ সকল প্রবাসীদেরকে দুইদিনের মেলায় অংশগ্রহণ এবং বাসিয়া প্রকাশনীর স্টল পরিদর্শনের জন্য প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ নওয়াব আলী অনুরোধ জানিয়েছেন।
উলে­খ্য বাসিয়া প্রকাশনী এবারের বাংলা একাডেমির একুশের গ্রন্থমেলায় প্রথম বারের মতো অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে।

বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০১৮’ উদযাপনবিষয়ক সভা অনুষ্ঠিত

sssp-650x350সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ (ইউকে)-এর নির্বাহী কমিটির এক পূর্বনির্ধারিত সভা সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে গত ৮ মে পূর্ব লন্ডনে কমার্শিয়াল রোডে অনুষ্ঠিত হয়। এম মোশাহিদ খানের পরিচালনায় সভার আলোচ্যসূচির মধ্যে ছিল ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০১৮’ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খানের সঙ্গে আলোচনার ভিত্তিতে, এবং তাদের নির্দেশনা অনুসারে, একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো। সভায় প্রণীত মেলাবিষয়ক পরিকল্পনাটি নিয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করে, এটি যত তাড়াতাড়ি সম্ভব মন্ত্রণালয়ে পাঠানোর ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, সংগঠনের খরচে দুইজন প্রতিনিধি এ বিষয়ে দেশে পাঠানো হবে। অনুষ্ঠিতব্য মেলাকে সফল করার লক্ষে বিলাতের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংগঠনের সহ-সভাপতি কাজল রশীদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুল এবং কোষাধ্যক্ষ এ কে আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সভায় নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন – ইসহাক কাজল, কাজল রশীদ, স্মৃতি আজাদ, এম মোসাহিদ খান, এ কে এম আব্দুল্লাহ, আনোয়ার শাহজাহান, ফারুক আহমদ প্রমুখ।

লন্ডনে কাব্যিক পরিবেশে অনুষ্ঠিত হলো কবিতাস্বজনের কাব্যলোকে আয়োজন

2c414e1c-e5ac-435c-afc3-554c0f1c2cbe-e1524591877959কবিতাস্বজন’র উদ্যোগে 22 এপ্রিল রোববার বিকাল ৫টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় স্বজন লেখকদের সদ্যপ্রকাশিত গ্রন্থপরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাব্যলোকে। বিপুলসংখ্যক কাব্যপ্রেমি মানুষদের উপস্থিতিতে কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী তালুকদার রায়হান এবং বাচিকশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদের সঞ্চালনায় শুরুতে কবিতাস্বজনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক একেএম আব্দুল্লাহ। এরপর ধারাবাহিকভাবে বিলেতের ১১জন লেখকদের পরিচিতি, পাঠপ্রতিক্রিয়া ব্যক্ত ও প্রকাশিত গ্রন্থের কবিতা আবৃত্তি পরিবেশনা করা হয়। কাব্যিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে জনপ্রিয় কন্ঠশিল্পী রওশন আরা মণির সঙ্গীত পরিবেশনা পুরো আয়োজন জুড়ে এনে দেয় এক ভিন্নমাত্রা।

স্বজন লেখকদের গ্রন্থের পাঠপ্রতিক্রিয়া ব্যক্ত শেষে লেখকদের উত্তরীয় প্রদান পর্বে উপস্থিত ছিলেন কবি আতাউর রহমান মিলাদ, কবি ও ছড়াকার দিলু নাসের, কবি ইকবাল হোসেন বুলবুল, কবি গোলাম কবির, কবি মজিবুল হক মনি, কবি উদয় শংকর দুর্জয় ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, লেখক ও গবেষক ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশ আবৃত্তি পরিবেশনায় অংশ নেয়া বিশিষ্ট আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন, সালাউদ্দিন শাহিন, সোমা দাস, সাগর রহমান, আফরোজা বেগম ও নজরুল ইসলাম অকিবকে বিশেষ সন্মাননা স্বরূপ উত্তরীয় পরিয়ে দেন স্বজন লেখক কবি ও ছড়াকার শাহাদাত করিম, ময়নূর রহমান বাবুল, কবি আসমা মতিন, কবি মোহাম্মদ ইকবাল, কবি কুতুব আফতাব, কবি ফাহমিদা ইয়াসমিন, কবি একেএম আব্দুল্লাহ, কবি শামীম আহমদ, কবি এম এ ওয়াদুদ, কবি মুহাম্মদ মুহিদ, গল্পকার জ্যোত্‍স্না খান।

কবিতাস্বজনের পক্ষ হতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কবি মোহাম্মদ ইকবাল, কবি আসমা মতিন, কবি শামীম আহমদ বক্তব্য রাখার পর কাব্যলোকে আয়োজনের অনুষ্ঠান তত্ত্বাবধায়ক এম মোসাইদ খান কবিতাস্বজনের কাব্যলোকে আয়োজনকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে সকলের সহযোগিতা অক্ষুন্ন রাখার আহ্বান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

কেমডেন কাউন্সিল ও বৃটিশ লাইব্রেরির বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কবিতাস্বজন এর অংশ গ্রহন

a

২০ ডিসেম্বর ২০১৭ , বৃটিশ লাইব্রেরি ও কেমডেন কাউন্সিলের উদ্যোগে – বৃটিশ লাইব্রেরির নলেজ সেন্টার এ অনুষ্ঠিত মাল্টি ফেইথ জার্নি এবং বাংলাদেশের স্বাধীনতা ও কালচার অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেয় “ কবিতাস্বজন “।
কাউন্সিলর আব্দুল হাই এর প্রাণবন্ত পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন:
Roly Keating – chief Executive British Library.
Rt Hon. Frank Dobson- former member of Parliament for Holborn & st Pancras & former Secretary of State for health.
High Commissioner of Bangladesh His Excellency Mr. Md Nazmul Quaunine.
Andrew Dismore – London Assembly Member for Barnet & Camden সহ অনেক কাউন্সিলর বৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের ফাঁকে বাচ্চারা মাতিয়ে রাখে স্টেজ। সেই সাথে SOAS ইউনিভারসিটির সিলেটি প্রজেক্ট ( সিলেটি নাগরি অক্ষরে, সিলেটি আঞ্চলিক ভাষায় ইংরেজী ট্রান্সেলেট সহ আকর্ষনীয় শিশুতোষ বই )।
কবিতাস্বজনের পক্ষ থেকে স্বরচিত কবিতা বাংলা ও ইংরেজীতে পাঠে অংশ নেন: কবি মো:ইকবাল, ইকবাল বাহার সোহেল, আসমা মতিন,শামীম আহমদ, , এ কে এম আব্দুল্লাহ, কবি এম মোসাইদ খান এর দুই মেয়ে ফাইজা খান ও সায়রা খান।
ছিলেন কবি আতাউর রহমান মিলাদ, কবি এম মোসাইদ খান ও কবি ফাহমিদা ইয়াসমিন প্রমূখ।
b
fasa

ব্রিটিশ শিক্ষা পুরস্কার 2018 জন্য ইশতিয়াক আল জামিল মনোনিত

jamil

জিসিএসই বিভাগের শিক্ষাগত ফলাফল এবং অন্যান্য অর্জন এর জন্য ব্রিটিশ শিক্ষা পুরস্কার 2018 জন্য ইশতিয়াক আল জামিল মনোনিত করা হয়েছে।
ইতিমধ্যে ব্রিটিশ শিক্ষা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

ব্রিটিশ শিক্ষা পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী বুধবার 31 শে জানুয়ারী, 2018 বিকাল 6 টায়
হিল্টন ম্যানচেস্টার ডেসগেটে (বিথাম টাওয়ার), 303 ড্যানগেগেটে,
ম্যানচেস্টার, এম 3 4 এল.কিউ,
অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য; ইশতিয়াক জামিল ২০১৭ জিসিএসই পরীক্ষায় রাগবী শহরের
স্বনামখ্যাত Lawrence sheriff school. থেকে
১২টি বিষয়ের মধ্যে 10A*s এবং 2As লাভ করেছে ।

উক্ত হাইস্কুলের এবারের জিসিএসই
পরীক্ষার্থীদের মধ্যে টপ-১০ ফলাফল প্রাপ্তদের একজন হয়েছে সে।

তার পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের লালার গাও গ্রামের আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুল এর প্রতিষ্ঠাতা পরিচাক জনাব আসিক মিয়া।

Developed by: