বিভাগ: দক্ষিণ সুরমা

খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০১৭ এর ফলাফল প্রকাশ

শিক্ষার প্রসার ও মেধা বিকাশের লক্ষ্যে দক্ষিন সুরমার লালাও গাও এ অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর প্রতিষ্টাতা পরিচালক আসিক মিয়ার উদ্যোগে তাঁর মাতা’র নামে প্রথম বারের মতো অনুষ্টিত ‘‘খয়রুনেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭’’ এর ফলাফল প্রকাশ।

১ম মেধাস্থান তালিকাঃ
১। রোল:- ১৭১, (মোফাজ্জল হোসেন, মোঃ আব্দুল আহাদ কিন্ডারগার্টেন)
২। রোল:- ১৩০ (ছাদিয়া খানম আখিঁ, লালা বাজার কিন্ডারগার্টেন স্কুল )
৩। রোল:- ১৭৮ (ফাহমিদা আক্তার মিলি, মোঃ আব্দুল আহাদ কিন্ডারগার্টেন)
৪। রোল:- ১৮০ ( রাহীম আহমদ ইমন, আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুল)
২য় মেধাস্থান তালিকাঃ-
১।রোলঃ-  ১৪২(তাছলিমা আক্তার,আল মুছিম স্কুল এন্ড কলেজ)
২।রোলঃ-১৭৯(সাকিব আল হাসান,আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুল)
৩।রোলঃ-১০১(ইউনুছ আহমদ, প্রানকৃষ্ণ দে কিন্ডারগার্টেন)
৪।রোলঃ-১৬০(সাইদা আনহার সুমাইয়া, হযরত আলী(রাঃ)একাডেমী)
৩য় মেধাস্থান তালিকাঃ
১।রোলঃ-১৩১(তাজকিয়াতুল আম্বিয়া আফসানা, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুল)
২।রোলঃ-১৭২(মুশফিকুল ইসলাম, মোঃ আব্দুল আহাদ কিন্ডারগার্টেন)
৩।রোলঃ-১৭৭(মাইশা নুসরাত তানজিন,মোঃআব্দুল আহাদ কিন্ডারগার্টেন)
৪।রোলঃ-১১৭(মুর্শেদা জাহান ইভা,অংকুর বিদ্যানিকেতন)

উল্লেখ্য বৃহত্তর লালাবাজার এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত ৮৪জন ছাত্র/ছাত্রী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

খয়রুনেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭

agkg

শিক্ষার প্রসার ও মেধা বিকাশের লক্ষ্যে দক্ষিন সুরমার লালাও গাও এ অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল এর প্রতিষ্টাতা পরিচালক আসিক মিয়ার উদ্যোগে তাঁর মাতা’র নামে প্রথম বারের মতো চালু হতে যাচ্ছে ‘‘খয়রুনেছা স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭’’। বৃহত্তর লালাবাজার এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করতে পারবে উক্ত বৃত্তি পরীক্ষায়। পরীক্ষা অনুষ্টিত হবে আগামী ১০ই এপ্রলি ২০১৭ইং সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১ঘটিকা পযর্ন্ত । অংক, ইংরেজী ও সাধারণ জ্ঞান তিনটি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্টিত হবে (প্রতিটি বিষয়ের জন্য সময় নির্ধারিত থাকবে  ৪৫ মিনিট) স্থান: আব্দুল গফুর কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল। পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মধ্যে ১ম স্থান অধিকারী ১ জন, ২য় স্থান অধিকারী ২জন, এবং ৩য় স্থান অধিকারী ৭জন ছাত্র/ছাত্রীদের নগদ অর্থসহ ক্র্যাস্ট ও সনদপত্র আনুষ্টানিক ভাবে প্রদান করা হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৩/৪/২০১৭ইং দুপুর ১২ঘটিকায় । এ বিষয়ে বিস্তারিত তথ্যর জন্য নিম্ন মোবাইল নাম্বানে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল: ০১৭৩১-০৭১২৯৬, ০১৭৭১-৬৩৯০০৩।

আব্দুল গফুর কিন্ডারগার্টেনে চুরি সংঘটিত

2017-01-24-PHOTO-00000054

 

গত ২২শে জানুয়ারী রবিবার রাতে দক্ষিন সুরমার লালাও গাও এ অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন চুরি সংঘটিত হয়। ইস্কুলের দেয়াল টপকিয়ে চুর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিস রুম ও ক্লাস রুমের দরজার তালা ভেঙ্গে এবং অফিসের আলামারির তালা ভেঙ্গে নগদ অর্থসহ মোবাইল ফোন, ফ্যান, এবং বাতরুম ও পানির ট্যাংক এর ওয়াটার টেপ খুলে নিয়ে যায়। পর দিন ২৩শে জানুয়ারী সোমবার সকাল আনুমানিক ৭টায় ইস্কুলের কেয়ারটেকার মিজানুর রহমান এসে অফিস ও ক্লাস রুমের দরজার তালা ভাঙ্গা দেখে আশেপাশের লোকজন ডেকে এনে জড়ো করেন এবং চুরির ঘটনা সবাইকে অবহিত করেন। পরে আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্টাতা পরিচালক আসিক মিয়ার  পরামর্শে গ্রামের সবাইকে নিয়ে একটি জরুরী মিটিং ডাকা হয়। মিটিং এ উপস্থিত সবাই থানায় সাধারন ডাইরী করার পরার্মশ দেন এবং চুরি রোধে সবাইকে সর্তক থাকার আহব্বান জানান।

আব্দুল গফুর কিন্ডারগার্টেন পরিদর্শন করেন স্পীকার জনাব খালিছ উদ্দীন আহমদ

ags

 

 

 

 

আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্টাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনাব আসিক মিয়া এর আমন্ত্রনে গত ৮ই জানুয়ারী দক্ষিন সুরমার লালার গাও অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন পরির্দশন ও ক্লাস সিক্স এর ওরিয়েন্টশন ক্লাস উদ্বোধন করেন লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার জনাব খালিছ উদ্দীন আহমদ।  আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়, পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং উপস্থিত ব্যক্তিবর্গ, শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ছাত্রীবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

দক্ষিণ সুরমায় ডাকাতি শেষে পালানোর সময় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

76994দক্ষিণ সুরমার মোগলাবাজারের ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় লুটকৃত মালামাল ও অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জলকরকান্দি এলাকার স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করেছে।  আটককৃতরা সবাই আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মোগলাবাজারের ভাঙ্গি গ্রামের জনৈক মল্লিকের বাসায় পনের-বিশ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতি শেষে মালামাল নিয়ে পালানোর সময় একই থানার জলকরকান্দি এলাকায় স্থানীয়দের সহায়তা ৯ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে মোগলাবাজার থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা সবাই আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য। তারা দলবদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করত। এদের মধ্যে বাগেরহাট জেলার ২ জন, ব্রাক্ষ্মনবাড়িয়ার ১ জন, ফেনীর ১ জন, সুনামগঞ্জের ১জন এবং সিলেটের গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন। বাকিদের ধরতে ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

আব্দুল গফুর কিন্ডারগার্টেনের নতুন হল এর উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্টিত

1

 

দক্ষিন সুরমার লালাও গাও এ অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর নব নির্মিত আনোয়ারা বেগম মেমোরিয়াল হল এর উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় গত ২৪ ডিসেম্বর ২০১৬, শনিবার দুপুর ২ ঘটিকায়।
উক্ত উদ্ভোধনী অনুষ্টান ও দোয়া মাহফিলে আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব মোঃ বশির মিয়ার সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ ছাকিবুল হাছান। আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম এর সঞ্চলনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন অনুষ্টানের সম্মানিত অতিথি সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইকরামুল বখত, এবং লালাবাজার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব পীর ইকবাল ও সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আফিয়ান চৌঃ, হযরত আলী (রাঃ) একাডেমীর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, লালাবাজার ইউনিয়ন যুবলীগ নেতা তুহিন মিয়া, লালাবাজার কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ শিফতা মিয়া, লালাবাজার ইউনিয়ন যুব লিগের সভাপতি ও লালাবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগ এর সহসাধারণ সম্পাদক জনাব মোঃ সুজন উদ্দিন খান, বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব মোঃ জাহির আলী, রাজীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস ছালাম (কাচা মিয়া), এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরব্বি মোঃ মাশুক মিয়া, বিশিষ্ঠ মুরব্বি জনাব জামাল খান, ব্যাংকার মোঃ মুস্তাক খান, সংগঠক জনাব মোঃ আব্দুল হক, আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্টাতা পরিচালক আসিক মিয়ার বড় ভাই মোঃ ফারুক মিয়া, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ, উন্নত ব্যবস্থা ও শিক্ষিত জাতি গঠনে উক্ত বিদ্যালয় ভুমিকা রাখবে বলে আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং রাস্তাঘাট সংস্কারসহ সার্বিক সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন। এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচলকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । উক্ত বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগন এ সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া পরিচালনা করেন লালার গাও জামে মসজিদের ইমাম মৌ মোঃ আলমগির।

 

 

2

আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর নতুন ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল

fullsizerender

 

 

দক্ষিন সুরমার লালার গাও এ অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর নতুর ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী ২৪শে ডিসেম্বর ২০১৬ইং শনিবার দুপুর ২ঘটিকায় । উল্লেখ্য ২০১৭ সাল থেকে ৬ষ্ট শ্রেণির ক্লাস চালু করার জন্য নতুন ভবনটি ণির্মান করা হয়। নতুন ভবনের নাম করণ করা হয় ‘‘আনোয়ারা বেগম মেমোরিয়েল হল’’। উক্ত উদ্বোধনী অনুষ্টান ও দোয়া মাহফিলে স্থানীয় গন্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, ইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ আসিক মিয়া এলাকার সর্ব সাধারনকে যথা সময়ে উপস্থিত হয়ে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানান।

as

আব্দুল গফুর কিন্ডারগাটের্নে ভর্তি আগামী ১৫ই ডিসেম্বর থেকে

abgk

দক্ষিন সুরমার লালার গাও গ্রামে অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগাটের্নে  ২০১৭ সেশনে নার্সারী থেকে ৬ষ্ট শ্রেণী পযর্ন্ত ভর্তি আগামী ১৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। উক্ত ইস্কুলে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের অভিবাকবৃন্দকে ইস্কুল চলাকালীন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে অথবা বিস্তারিত তথ্যর জন্য নিন্ম মোবাইল নাম্বারে যোগযোগ করতে বলা যাচ্ছে। মোবা: ০১৭৩১০৭১২৯৬।

আব্দুল গফুর কিন্ডার গার্টেন ইস্কুলে মতবিনিময় সভা অনুষ্টিত

 

1

দক্ষিন সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের অর্ন্তগত লালার গাও গ্রামের আব্দুল গফুর কিন্ডার গার্টেন ইস্কুলে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় গত ১১ই অক্টোবর। ইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী জনাব আসিক মিয়ার আহবানে ইস্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব বশির আহমেদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল আহাদ হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুছ ছালাম এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। জনাব আসিক মিয়া যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত সবার সাথে মত বিনিময় করেন এবং ইস্কুলেকে এগিয়ে নেওয়ার লক্ষ্য ২০১৭ সাল থেকে ইস্কুলে ৬ষ্ট শ্রেণির ক্লাস চালু করার সিদ্ধান্তের কথা জানান, উপস্থিত সবাই জনাব আসিক মিয়ার সিদ্ধান্তেকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতার করার আশ্বাস দেন এবং অত্র এলাকার ছাত্র/ছাত্রীদেরকে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি কার জন্য অভিভাবক বৃন্দের প্রতি আহবান জানান। জনাব আসিক মিয়া বলেন আগামীতে ইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে।

 

24

দক্ষিণ সুরমায় ল্যাবটপ, প্রজেক্টর, হুইল চেয়ার বিতরণ

Presentation1

সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তি বাস্তাবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার সরকারী/বেসরকারী শিÿা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ডিজিটাল আধুনিক প্রযুক্তি সরঞ্জাম প্রদান করা হচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের ভর্তি, পরীÿা, রেজিষ্ট্রেশন, ফলাফল, চাকুরী, নিয়োগ সহ অফিস আদালত ডিজিটালে রূপান্তর হওয়ায় জনসাধারণ সহজে তাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পাচ্ছে। এতে দেশের জনগণ উপকৃত হচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ ক্রমশ: উন্নতির উচ্চ শিখরে উঠে দাঁড়াবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৩ আগস্ট শনিবার বিকেলে দÿিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮টি ল্যাবটপ, ১৩টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য ৬টি হুইল চেয়ার, চশমা বিতরণ ও সড়ক দুর্ঘটনায় নিহত মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিÿিকা সুমিতা দাশ স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তাফার সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিÿা কর্মকর্তা ছানাউল হক এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিÿা অফিসার জিয়া উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিÿা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিÿা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুম্মান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন।
অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, আতিকুর রহমান, সেলিম আহমদ মেম্বার, কুচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, রাখালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।

Developed by: