বিভাগ: খেলাধুলা

চার সপ্তাহের আগাম জামিন পেলেন রুবেল

চিত্রনায়িকা হ্যাপির করা ধর্ষণ মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

সোমবার বিকেলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করেন রুবেল। এসময় বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন অ্যডভোকেট শ ম রেজাউল করিম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

সব চিন্তাই ব্যাটিং নিয়ে

cef82fea3e5782944d6c19166ac1421c-8মুশফিকুর রহিমআতঙ্ক…মনোযোগ…নতুন লক্ষ্য। শব্দগুলো বিচ্ছিন্নভাবে বলা। কিন্তু এই শব্দগুলোকে একসঙ্গে জোড়া লাগালে যে ক্যানভাসটা তৈরি হয়, সেটা যেন ব্যাটিং নিয়ে বাংলাদেশ দলের সাম্প্রতিক ছবিটা তুলে ধরতেই।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টটা তিন দিনে জেতা গেলেও সেটার ভাঁজে ভাঁজে ছড়িয়ে ছিল দুশ্চিন্তা এবং সেটির সৃষ্টি ব্যাটিং থেকে। খুলনায় আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে অন্য সব বাদ দিয়ে তাই ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত বাংলাদেশ দল, যার প্রতিফলন কালকের সংবাদ সম্মেলনে মুশফিকের মুখ থেকে আসা ওই শব্দগুলোতে—
আতঙ্ক: এই ‘আতঙ্কে’র কারণ প্রথম টেস্টের ব্যাটিং। মুশফিক বলছিলেন, ‘যেকোনো টেস্ট ম্যাচে একটি-দুটি বাজে আউট থাকতেই পারে। এটা বড় দলগুলোর ক্ষেত্রেও হয়ে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় পাঁচ-ছয়জন ব্যাটসম্যান বাজেভাবে আউট হয়ে যায়। এটা সত্যিই আতঙ্কের।’
মনোযোগ: দ্বিতীয় টেস্টে নতুন করে এই আতঙ্কের সামনে পড়ার হাত থেকে রক্ষা পেতে একটাই পথ খোলা দেখেন মুশফিক—ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া, ‘আমার মনে হয় মনোযোগ…এই জায়গাটাতেই বেশি কাজ করার চেষ্টা করছি আমরা।’
নতুন লক্ষ্য: আগের টেস্টের আতঙ্ক ফিরে আসা ঠেকাতে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার বিকল্প দেখছেন না অধিনায়ক। আর ব্যাটিংয়ে মনোযোগটা ধরে রাখতে পারলে অসম্ভব মনে করেন না নতুন লক্ষ্যপূরণও। তা কী সেই নতুন লক্ষ্য? শুনুন মুশফিকের মুখ থেকেই, ‘আমরা একটা জিনিস সবাইকে জানানোর চেষ্টা করেছি। কারও ৫০ রান হয়ে গেলেও আরও ৫০টা রান যেন সে দলের জন্য করে। এটা আমাদের নতুন লক্ষ্য। এটা সম্ভব হলে দলের জন্য বড় একটা অর্জন হবে।’
সংবাদ সম্মেলনে মুশফিক আর যা যা বললেন, সবই ওই তিনটি শব্দকে ঘিরে। তাঁর কথা থেকে একটা জিনিস পরিষ্কার—দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে উন্নতির ওপরই বেশি জোর দিচ্ছে বাংলাদেশ দল। সেটা অবশ্য শেখ আবু নাসের স্টেডিয়ামে গত দুই দিনের অনুশীলনেও স্পষ্ট। অনুশীলনে ব্যাটিং নিয়ে যে খুব আলাদা কিছু হয়েছে তা নয়। তবে মাঠের এক পাশের নেটে যখন নিয়মিত ব্যাটিং-বোলিং অনুশীলন চলছিল, অন্য পাশের নেটে তখন তামিম ইকবাল, মাহমুদউল্লাহদের সঙ্গে আলাদাভাবে কাজ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর মুশফিক তো সরাসরিই বলেছেন, ‘ব্যাটিংয়ের প্রতিই আমাদের মূল মনোযোগ।’ সঙ্গে ফিল্ডিংয়ের ভুলগুলো শুধরে ভালো বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তো আছেই।
ব্যাটিং নিয়ে নতুন পরিকল্পনায় দলের অংশ হতে পারেন মার্শাল আইয়ুব কিংবা এনামুল হকও (বিজয়)। সে ক্ষেত্রে কিছু অদলবদল হতে পারে ব্যাটিং অর্ডারে। ছয়ে সাকিব আল হাসানকে দিয়ে পাঁচে উঠে আসতে পারেন মুশফিক, মার্শাল বা এনামুলের মধ্যে যে-ই খেলুন, তিনি নামতে পারেন সাত নম্বরে। এ রকম পরিবর্তনের ইঙ্গিত আছে মুশফিকের কথায়ও, ‘আমার পাঁচ নম্বরে খেলারও সম্ভাবনা আছে। তবে যেখানেই খেলি না কেন, দলের জন্য অবদান রাখতে চেষ্টা করব।’
নিজে যেটার প্রতিশ্রুতি দিলেন, দলের অন্যদের কাছেও মুশফিকের সেই একই আর্জি। টেস্ট ক্রিকেটে একটি-দুটি বল ব্যাটসম্যানের সামর্থ্যকে হারিয়ে দিতেই পারে। তাতে ইনিংসের শুরুতেও হড়কাতে পারে পা। তবে সব বলই তো আর ও রকম কঠিন হয় না। তার পরও অনেক সময় ব্যাটসম্যানরা থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসেন। শুধু এই জিনিসটা যেন না হয়, সেটাই চান অধিনায়ক, ‘আমরা যে-ই উইকেটে সেট হই না কেন, সে যেন ইনিংসটা বড় করতে পারে। শুধু তার জন্য নয়, এটা পুরো দলের জন্য তাকে করতে হবে। এটা টিম রুলস। এটা অবশ্যই তাকে করতে হবে, তা সে আমি হই আর যে-ই হোক না কেন।’
ব্যাটিং শোধরানোর টেস্টে ব্যাটসম্যানদের উদ্দেশে অধিনায়কের এই একটাই বার্তা—ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ দেখতে চান সবাইকে। বড় বড় দলের বড় বড় ব্যাটসম্যানরা সেটা করেই বড় হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা তা করতে পারবেন না কেন?
ব্যাটিংয়ে অখণ্ড মনোযোগ ঢেলে দিয়ে আগের ম্যাচে সৃষ্ট আতঙ্কটাকে জয় করতে পারলেই সম্ভব ‘টিম রুলস’ অনুযায়ী নতুন লক্ষ্য পূরণ। বড় হওয়ার পথে আরেকটু এগিয়ে যাওয়া।

মডেল বান্ধবীকে আনতে ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন নেইমার

তিনি ফুটবল মাঠে বিস্ময়কর প্রতিভা। মাত্র ২২ বছরের নেইমারকে বার্সেলোনার ভক্তরা যখন মেসির পাশে দেখেন, তখন কোনো বাধাই তাদের কাছে বাধা নয়। নতুন এক বিষয় নিয়েও সাড়া ফেলে দিয়েছেন নেইমার। সার্বিয়ার মডেল বান্ধবীকে নিয়ে বেশ সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জেট বিমান পাঠিয়ে দিয়েছেন বান্ধাবীকে তুলে আনতে, যা ইতিমধ্যে শিরোনাম হয়েছে।

নেইমারের লাস্যময়ী মডেল বান্ধবী সোরাজা ভুসেলিক আসছেন স্পেনের বার্সেলোনা শহরে।
এক ট্যাবলয়েড জানায়, ফুটবলারের চেয়ে ৬ বছরের বড় মডেল কন্যার সঙ্গে প্রথম দেখা হয় ইবিজার সৈকতে। এরপর থেকে স্কাইপিতে নিয়মিত চ্যাটিং চালিয়েছেন ব্রাজিলের জাতীয় দলের এই তারকা খেলোয়াড়।

ট্যাবলয়েডটি দাবি করে, এই অক্টোবরেই তাদের দেখা করার কথা আগে থেকেই ঠিক হয়ে ছিল। নির্দিষ্ট দিনের জন্য টিকিটও কেনা ছিল বান্ধবীর। কিন্তু তর সইছে না নেইমারের। ব্যক্তিগত বিমান পাঠিয়ে দিয়েছেন। সেই বিমানে চড়ে নেইমারের বার্সেলোনার গেঞ্জি পরে ইনস্টাগ্রামে একটি ছবিও দিয়েছেন সোরাজা। এই মডেল সর্বপ্রথম মানুষের নজরে পড়েন ‘বিগ ব্রাদার’ রিয়েলিটি শো এর মাধ্যমে। তখন থেকেই অনেকের নজড়ে রয়েছেন এই নারী। এখন এক মহাতারকার বান্ধবী।

সাকিব–শাহাদাতের জোড়া আঘাত

দিনের পঞ্চম বলেই আঘাত হানলেন শাহাদাত। উদযাপনটা তাই বাঁধভাঙা ছবি: শামসুল হকনিষেধাজ্ঞা থেকে ফিরেই আঘাত হানলেন সাকিব আল হাসান। হ্যামিল্টন মাসাকাদজাকে অভিষিক্ত জুবায়ের হোসেনের সহায়তায় ফিরিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫০ রান। এর আগে, দিনের প্রথম ওভারেই ভুসিমুজি সিবান্দাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন দলে ফেরা পেসার শাহাদাতের হোসেন।
টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ের ইনিংস এই মুহূর্তে মেরামতের চেষ্টায় আছেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর আর সিকান্দার রাজা। রাজা ২০ ও টেইলর ১৫ রানে অপরাজিত রয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ দেশের ৭৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেনের। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবশ্য বল হাতে নেননি এই তরুণ।

এবারও হারল মেয়েরা

1414072066এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভারতের পর এবার শক্তিশালী ইরানের কাছেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে লড়াইটা ভালোই করেছে তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫তম মিনিটে লিপির গোলে এগিয়েও যায় তারা। প্রথমার্ধের খেলা শেষে ব্যবধান ছিল ১-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আধিপত্য বজায় রেখেছিল মেয়েরা। কিন্তু ৫৯তম মিনিটে কর্নার থেকে হেড করে ইরানকে সমতায় ফেরান ঘাসেমি। ৭০তম মিনিটে পেনাল্টি থেকে ইরানের জয়সূচক গোলটি করেন গেরাইলি। এই জয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব পার হলো ইরান।

‘আমার বোনকে বিয়ে করো নেইমার’

নেইমারের মতো এত বড় তারকার সঙ্গে বিয়ে হলে বোনটা কত সুখেই না থাকবে- এমনটাই হয়তো ভেবেছিলেন স্তেফান রেকলা নামে নেইমারের এক ভক্ত। তবে পুরো বিশ্বের সামনে ‘নেইমার আমার বোনকে বিয়ে করো’ লেখা ব্যানার দেখানোয় বেজায় ক্ষেপেছেন রেকলার বোন।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে গ্যালারিতে ব্যানারটা ধরে ছিলেন ওই ভক্ত।

মিস ব্রাজিল প্রতিযোগিতার সেরা-১৫ জনের মধ্যে মনোনীত আমান্দা রেকলা বলেন, “আমার ভাই যে এটা করেছে, এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আমি তাকে খুন করবো!”

ভাইও কম যায় না। বোনের হুমকির জবাবে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্তেফান লেখেন, “আমার বোন বলেছে, সে আমাকে খুন করবে? তার এখনও বিয়ে হয়নি। যদি নেইমার (আমার প্রস্তাবে) রাজি হয় তাহলে তো সারা জীবন সে আমাকে ধন্যবাদ দেবে।”

বিয়ের এ রকমের প্রস্তাব নারী ভক্তদের কাছ থেকে প্রায়ই পাওয়ার কথা নেইমারের। কিন্তু বোনের হয়ে ভাইয়ের এমন প্রস্তাব হয়তো তিনি প্রথমই পেলেন।

cc67602988740b02eabbbda913230968

আমিরাতের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

1413জর্ডানের পর এবার আরব আমিরাতকেও হারাল বাংলাদেশের মেয়েরা। সানজিদা ও বিপাশা মালির জোড়া গোলের সুবাদে আমিরাতকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলায় ৫ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন বিপাশা। এর ৪ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সানজিদা। ২২ মিনিটে বিপাশার এগিয়ে দেয়া বল কোনাকুনি শটে আমিরাতের জালে জড়িয়ে দেন সানজিদা। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ গোলটি করেন কৃষ্ণা।

দ্বিতীয়ার্ধে আমিরাতের রক্ষণভাগ বারবার তছনছ করে দিলেও এই অর্ধের গোলের জন্য ২৩তম মিনিট অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। কৃষ্ণার শট আমিরাতের গোলরক্ষকের হাত ও বাম পোস্ট হয়ে ফিরে আসে। তবে বল পেয়ে যান বিপাশা এবং মাপা শটে স্কোর লাইন ৫-০ করতে একটুও ভুল হয়নি তার। ৯০তম মিনিটে লিপির গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় বাংলাদেশ।

দিনের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে ভারতকে ২-১ গোলে হারিয়েছে ইরানের মেয়েরা। বাছাই পর্বে বাংলাদেশের মতো তারাও দুটি জয় পেল। আগের ম্যাচে আমিরাতকে ৯-০ গোলে হারিয়েছিল ইরান।

আর্জেন্টিনা ম্যাচে ক্ষতির মুখে হংকং

আর্জেন্টিনার কাছে দেশের মাটিতে বিশাল ব্যবধানের হার নিয়ে তেমন চিন্তিত নয় হংকং। বরং গত বিশ্বকাপের রানার্সআপ এবং ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও গ্যালারির অর্ধেকের বেশি টিকেট অবিক্রিত থাকাটাই বেশি ভাবাচ্ছে দেশটির ফুটবল সংস্থাকে।

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে হারের ম্যাচে ৪০ হাজার আসনের হংকং স্টেডিয়ামে মাত্র ২০ হাজার ২৩০ জন দর্শক ছিলেন।

লাতিন আমেরিকার পরাশক্তিদের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচটি আয়োজন করতে তিন কোটি হংকং ডলার বা ২৪ লাখ ৩০ হাজার পাউন্ড খরচ হয় হংকংয়ের। এক মাস আগে স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, আর্জেন্টিনার বিপক্ষে গ্যালারি-ভর্তি দর্শক হলেই কেবল ম্যাচটি আয়োজনের খরচ পুষিয়ে নিতে পারবে আয়োজকরা।

আশা অনুযায়ী দর্শক না হওয়ায় এখন অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনকে।

‘আমার বোনকে বিয়ে করো নেইমার’

নেইমারের মতো এত বড় তারকার সঙ্গে বিয়ে হলে বোনটা কত সুখেই না থাকবে- এমনটাই হয়তো ভেবেছিলেন স্তেফান রেকলা নামে নেইমারের এক ভক্ত। তবে পুরো বিশ্বের সামনে ‘নেইমার আমার বোনকে বিয়ে করো’ লেখা ব্যানার দেখানোয় বেজায় ক্ষেপেছেন রেকলার বোন।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে গ্যালারিতে ব্যানারটা ধরে ছিলেন ওই ভক্ত।

মিস ব্রাজিল প্রতিযোগিতার সেরা-১৫ জনের মধ্যে মনোনীত আমান্দা রেকলা বলেন, “আমার ভাই যে এটা করেছে, এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আমি তাকে খুন করবো!”

ভাইও কম যায় না। বোনের হুমকির জবাবে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্তেফান লেখেন, “আমার বোন বলেছে, সে আমাকে খুন করবে? তার এখনও বিয়ে হয়নি। যদি নেইমার (আমার প্রস্তাবে) রাজি হয় তাহলে তো সারা জীবন সে আমাকে ধন্যবাদ দেবে।”

বিয়ের এ রকমের প্রস্তাব নারী ভক্তদের কাছ থেকে প্রায়ই পাওয়ার কথা নেইমারের। কিন্তু বোনের হয়ে ভাইয়ের এমন প্রস্তাব হয়তো তিনি প্রথমই পেলেন।

জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা

জিম্বাবুয়ে সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, রোববার বেলা দুইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সাকলাইন সজীব। প্রাথমিক দলে ডাকা হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।

প্রাথমিক দলে আছেন নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হওয়া সোহাগ গাজী নেই প্রাথমিক দলে।

১৭ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচ শুরু হবে ২০ অক্টোবর।

২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ অক্টোবর খুলনা পৌঁছবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দল।

৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রায় দুই বছর পর টেস্ট ম্যাচ হবে এই ভেন্যুতে। ২০১২ সালে হওয়া এই মাঠের একমাত্র টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

৮ নভেম্বর চট্টগ্রামে পৌঁছবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।

১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ১৯ নভেম্বর একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ রয়েছে।

২১ ও ২৩ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে। ২৪ নভেম্বর দুটি দলই ফিরবে ঢাকায়।

২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে।

প্রাথমিক দল: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, যুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার।

Developed by: