বিভাগ: খেলাধুলা

‘আমার বোনকে বিয়ে করো নেইমার’

নেইমারের মতো এত বড় তারকার সঙ্গে বিয়ে হলে বোনটা কত সুখেই না থাকবে- এমনটাই হয়তো ভেবেছিলেন স্তেফান রেকলা নামে নেইমারের এক ভক্ত। তবে পুরো বিশ্বের সামনে ‘নেইমার আমার বোনকে বিয়ে করো’ লেখা ব্যানার দেখানোয় বেজায় ক্ষেপেছেন রেকলার বোন।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে গ্যালারিতে ব্যানারটা ধরে ছিলেন ওই ভক্ত।

মিস ব্রাজিল প্রতিযোগিতার সেরা-১৫ জনের মধ্যে মনোনীত আমান্দা রেকলা বলেন, “আমার ভাই যে এটা করেছে, এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আমি তাকে খুন করবো!”

ভাইও কম যায় না। বোনের হুমকির জবাবে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্তেফান লেখেন, “আমার বোন বলেছে, সে আমাকে খুন করবে? তার এখনও বিয়ে হয়নি। যদি নেইমার (আমার প্রস্তাবে) রাজি হয় তাহলে তো সারা জীবন সে আমাকে ধন্যবাদ দেবে।”

বিয়ের এ রকমের প্রস্তাব নারী ভক্তদের কাছ থেকে প্রায়ই পাওয়ার কথা নেইমারের। কিন্তু বোনের হয়ে ভাইয়ের এমন প্রস্তাব হয়তো তিনি প্রথমই পেলেন।

জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা

জিম্বাবুয়ে সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, রোববার বেলা দুইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সাকলাইন সজীব। প্রাথমিক দলে ডাকা হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।

প্রাথমিক দলে আছেন নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হওয়া সোহাগ গাজী নেই প্রাথমিক দলে।

১৭ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচ শুরু হবে ২০ অক্টোবর।

২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ অক্টোবর খুলনা পৌঁছবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দল।

৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রায় দুই বছর পর টেস্ট ম্যাচ হবে এই ভেন্যুতে। ২০১২ সালে হওয়া এই মাঠের একমাত্র টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

৮ নভেম্বর চট্টগ্রামে পৌঁছবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।

১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ১৯ নভেম্বর একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ রয়েছে।

২১ ও ২৩ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে। ২৪ নভেম্বর দুটি দলই ফিরবে ঢাকায়।

২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে।

প্রাথমিক দল: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, যুবায়ের হোসেন, সাকলায়েন সজীব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার।

তারদেল্লির জোড়া গোলে ব্রাজিলের জয়

1413036342প্রীতি ম্যাচে তারদেল্লির জোড়া গোলে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে মেসির দলকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেতে মরিয়া ছিল উভয় দলের খেলোয়াড়রা। ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি আক্রমণের প্রচেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে তাদের চেষ্টা সফল না হলেও খেলার ২৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন দিয়াগো তারদেল্লি। খেলার ৪০ মিনিটে ডি মারিয়াকে ডিবক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সমতায় ফেরার সুযোগটি হাত ছাড়া করেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তারদেল্লি। কর্নার থেকে আসা বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন লুইস। বলটি চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা তারদেল্লির কাছে। এই সুযোগকেও দারুণভাবে কাজে লাগান তিনি। হেড করে রেমোরোর জালে জড়ান বল। পুরো ম্যাচে গোল শূন্যই থাকতে হয় মেসিদের।

এবার ছেলের বাবা মাশরাফি

1412493476বাবা হলেন মাশরাফি বিন মুর্তজা। রবিবার নিজের জন্মদিনেই মাশরাফি ছেলে সন্তানের জনক হওয়ার আনন্দ উপলদ্ধি করলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাশরাফির স্ত্রী সুমনা হক ফুটফুটে এ ছেলে সন্তানের জন্ম দেন। এর আগেই মাশরাফি কন্যা সন্তানের জনক হয়েছেন।

টস হেরে মাশরাফিদের স্বপ্নভঙ্গ

শিরোপা ধরে রাখতে লড়ার সুযোগই পেল না বাংলাদেশ। বৃষ্টির কারণে সেমি-ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর টসে শ্রীলঙ্কার কাছে হেরেছে মাশরাফি বিন মুর্তজারা।

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের সঙ্গে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করলে বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব না হওয়ায় টসের সাহায্য নেন ম্যাচ রেফারি ভেঙ্কটপতি রাজু।

অধিনায়ক লাহিরু থিরিমান্নে টস জিতলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা।

এর আগে মাত্র ৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিচ্ছিলেন তামিম ইকবাল (২৪) ও সাব্বির রহমান (অপরাজিত ২৭)।

আলাদা অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

ধারাবাহিক ব্যর্থতার কারণে টেস্ট ও ওয়ানডেতে আলাদা নেতৃত্ব বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বোর্ড সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

“আমরা ওয়ানডে ও টেস্টের জন্যে পৃথক অধিনায়কের কথা চিন্তা করছি।”

মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে মাশরাফি বিন মুর্তজা এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। মুশফিককে টেস্ট ও মাশরাফিকে ওয়ানডে দলের অধিনায়ক করা হতে পারে কী না সে ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, “আরো বিকল্প আছে। তামিম (ইকবাল) আছে, সাকিব (আল হাসান) আছে। ওরা সবাই হতে পারে। এখানে আমাদের কোনো বিশেষ পছন্দ নেই।”

ওয়ানডেতে সাবেক অধিনায়ক মাশরাফি নেতৃত্বে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান।

“মাশরাফি থাকবে। টেস্ট এবং ওয়ানডে যেহেতু আমরা ভাগ করে ফেলছি তাহলে একটা তো তার হাতে ছেড়ে দিতে হবে। তবে যেকোনো সময়ে সে চোটে পড়তে পারে বলে দীর্ঘ মেয়াদে ওকে ভাবা কঠিন।”

আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনা করছে বিসিবি। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ওয়ানডে বিশ্বকাপের আগে।

এশিয়ান গেমস দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব। তার আচরণে পুরোপুরি সন্তুষ্ট বিসিবি সভাপতি। এখন তার মাঠের পারফরম্যান্স দেখে নিতে চান তিনি।

“আপনার জানেন আমি সবার সাথে বসেছিলাম। মাশরাফি, তামিম, সাকিব ছিল। ‘সিনিয়র’ অন্য সবার সাথেও বসবো। এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাই না।”

এবারো শিরোপার লক্ষ্য মাশরাফির

ক্রিকেটে চলতি বছরটা ভালো না কাটলেও এশিয়ান গেমসে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আগেরবার আমরা স্বর্ণ জিতেছি তাই এবারও আমাদের লক্ষ্য অবশ্যই সেটা।এখানে আমরা চ্যাম্পিয়ন হলে দেশের জন্য একটা ভালো বিষয় হবে।”

শুধু শিরোপা জেতাই নয় আত্মবিশ্বাস ফেরানোরও একটা চমৎকার সুযোগ বলে মনে করেন মাশরাফি। তার বিশ্বাস, শিরোপা জেতা সম্ভব হলে বাংলাদেশ খারাপ সময় থেকে বের হয়ে আসবে।

দলের বেশির ভাগ সদস্য ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরেন। এখন সবাইকে নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটের শিরোপা ধরে রাখার পরিকল্পনা করতে চান মাশরাফি।

“আমাদের এবার প্রথম ম্যাচ জয়ের পর শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে। তারপরের প্রতিপক্ষ আফগানিস্তান। আমাদের প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা তো করতেই হবে।”

সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলটির বিপক্ষে শেষ আটের ম্যাচে খেলবেন মাশরাফিরা। সেমি-ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর এবারো ফাইনালে প্রতিপক্ষ হতে পারে আফগানিস্তান।

বিয়ের কারণে এশিয়ান গেমসের দলে নেয়া হয়নি নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি।

মুশফিক না থাকলেও মাশরাফি দলে পাচ্ছেন সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টির এই প্রতিযোগিতা দিয়েই নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

“অবশ্যই মুশফিককে অনেক ‘মিস’করবো। আর সাকিব ফিরে আসায় অবশ্যই খুব ভালো হয়েছে। তার মত খেলোয়াড় দলের শক্তি বাড়িয়ে দেয়। আশা করবো, ও যে ছন্দে ছিল সেখান থেকেই শুরু করবে।”

দেশসেরা পেসার মাশরাফি জানান, প্রতিযোগিতায় প্রত্যেক ম্যাচেই খেলবেন সাকিব।

মুশফিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে হলেও অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না মাশরাফি।

“আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করার চেষ্টা করব, পুরো দল যেন পারফর্ম করে সেটাও নিশ্চিত করার চেষ্টা করব।”

রিয়ালের জয়ে আবারও রোনালদোর গোল

ক্রিস্তিয়ানো রোনালদো আবার গোল পেয়েছেন; জিতেছে তার দল রিয়াল মাদ্রিদও। পর্তুগিজ তারকার জয়সূচক গোলে ভিয়ারিয়ালের মাঠে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়া গোলটি করেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

উয়েফা চাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলে গত তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮বার বল পাঠানো রিয়ালের আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না। তবে গত মৌসুমে এই দলটির মাঠে ২-২ গোলে ড্রয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে একটু বেশিই সতর্ক ছিলেন কোচ আনচেলত্তি।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের রক্ষণের বাধা এড়াতে খানিকটা লড়াইও করতে হয় রিয়ালকে। প্রথম গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে মদ্রিচের গোলে এগিয়ে যায় বর্তমানের ইউরোপ চ্যাম্পিয়নরা।

টনি ক্রুসের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ২০ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ।

আট মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবারের গোলদাতা দারুণ ফর্মে থাকা রোনালদো।

ডি বক্সের অনেকটা ভেতরে ঢুকে একজন খেলোয়াড়কে কাটিয়ে রোনালদোকে পাস দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তা থেকেই ডান পায়ের শটে বল জালে জড়ান গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো। লিগে রোনালদোর এটা দশম গোল। লিগের আগের দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি।

পরের মিনিটেই ব্যবধান কমানোর দারুণ একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু নাইজেরিয়ার স্ট্রাইকার উচে গোলপোস্ট ফাঁকা পেয়েও বল উড়িয়ে মারেন।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল করার আরেকটা ভালো সুযোগ নষ্ট করে ভিয়ারিয়াল।

অন্যদিকে, ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রিয়ালের গ্যারেথ বেল।

বাকি সময়ে দুই দলের কেউই তেমন কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের সফলতম দল রিয়াল।

মেসি-নেইমারে বার্সেলোনার বিশাল জয়

আগের ম্যাচে গোল করতে না পারার হতাশা কাটাতেই যেন একসঙ্গে জ্বলে উঠলেন বার্সেলোনার তারকারা। হ্যাটট্রিক করলেন নেইমার, জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর এই দুই তারকার দারুণ খেলায় গ্রানাদাকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা।

শনিবার ঘরের মাঠ ক্যাম্প নউতে লা লিগার ম্যাচে ৬-০ গোলে জিতেছে স্পেনের অন্যতম সফল দলটি।

লিগের প্রথম চার ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা গত ম্যাচে হঠাৎ করেই খেই হারিয়ে বসে। গত বুধবার মালাগার জালে বল পাঠানো তো দূরের কথা, নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতেই ব্যর্থ হয় মেসি-নেইমাররা। ফলে গোলশূন্য ড্রয়ের হতাশাই ওই ম্যাচে মাঠ ছাড়ে তারা।

একেতো ওই ড্রয়ের ধাক্কা, তার ওপর আবার প্রথম পাঁচ রাউন্ডে প্রতিপক্ষ গ্রানাদার মাত্র তিন গোল হজম করার চিত্র বার্সেলোনার কোচ লুইস এনরিকেকে দুশ্চিন্তায় ফেলেছিল। তবে মেসির আর নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই সব চিন্তা দূর হয়ে যায়।

২৬তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। অতিথিদের এক খেলোয়াড় বল বিপদমুক্ত করতে গিয়ে আড়াআড়ি পাস দেন। ওই সময় নেইমার ক্ষিপ্রতার সঙ্গে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে শট নেন। বলটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে ব্যবধান বাড়ান ইভান রাকিতিচ। লিওনেল মেসির ক্রসে হেড করে গোলটি করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

আর বিরতির আগমুহূর্তে ব্যবধান ৩-০ করে জয়টাও মোটামুটি নিশ্চিত করে ফেলেন নেইমার। ডি বক্সের বাইরে থেকে মেসির আলতো করে বাড়ানো বল দৌড়ে এসে ধরার চেষ্টা করেছিলেন গোলরক্ষক কিন্তু আয়ত্ত্বে নিতে পারেননি তিনি। ওখান থেকে বল পেয়ে দ্রুততার সঙ্গে ডান পায়ের শটে লক্ষভেদ করেন ব্রাজিল বিশ্বকাপে চার গোল করা নেইমার।

দ্বিতীয়ার্ধের ১৭তম মিনিটে ম্যাচে নিজের গোলের খাতা খোলেন মেসি। ডি বক্সের মধ্যে ডান দিক থেকে দেয়া দানি আলভেসের ক্রসে হেড করে বল জালে পাঠান আর্জেন্টিনার এই তারকা।

এর চার মিনিট পরই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। সহায়তার ভূমিকায় টানা চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি। ডি বক্সের বাঁ দিক থেকে দেয়া মেসির পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান নেইমার।

আর নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে ব্যবধান ৬-০ করেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

সোনা হাতছাড়ায় হতাশ বাংলাদেশের মেয়েরা

গতবারের রূপা এবার সোনায় বদলে নিতে চেয়েছিল বাংলাদেশ। সুযোগও এসেছিল সালমা খাতুনদের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এশিয়ান গেমসে এবারো রূপাই পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

এশিয়ার সেরা প্রতিযোগিতায় রূপাও কম প্রাপ্তি নয়। কিন্তু হাত ছোঁয়া দূরত্ব থেকে ফেরায় হতাশা কাটছে না অধিনায়ক সালমার।

“এবার শিরোপা জয়ের অনেক বড় সুযোগ ছিল। আগেরবার ফাইনালে অনেক বড় ব্যবধানে হারলেও কষ্ট পাইনি। কিন্তু এবার ফাইনালে ভাল অবস্থানে ছিলাম আমরা। সে জন্যই কষ্ট লাগছে।”

শুক্রবার ইনচনে মহিলা ক্রিকেটের ফাইনালে ৬ উইকেটে ৯৭ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪৩ রান।

৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৯/২। শেষ ৩ ওভারে মাত্র ১৪ রান প্রয়োজন ছিল সালমাদের। কিন্তু এরপর মাত্র ৯ রানে ৭ উইকেট হারানোয় টি-টোয়েন্টি ক্রিকেটে মামুলি এই লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে মাত্র ৪ রানের এই হারের জন্য অভিজ্ঞতার অভাবকেই দায়ী করেন সালমা। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, শেষ দিকে মাথা ঠাণ্ডা রাখতে পারেননি সতীর্থরা।

“এক-দুই নিয়ে খেলতে হবে, এটাই ছিল নির্দেশনা। কিন্তু মেয়েরা বোলারদের মেরে খেলতে চাওয়ায় এরকম হয়েছে। এটা মোটেও কঠিন লক্ষ্য ছিল না”

এত কাছে গিয়েও না পারায় হতাশ কোচ জানাক চাম্পিকা গামাগও।

“৪২ বলে ৪৩ রান, এটা মোটেও কঠিন মনে হয়নি। অবশ্যই সোনা জয়ের সম্ভাবনা আমাদের ছিল; বলতে পারেন তা হাতছাড়া করেছি।”

শ্রীলঙ্কার এই কোচ সালমার আউটকেই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ মনে করেন। পাকিস্তানের মেয়েদের একশ’ রানের নিচে বেধে রাখায় বোলারদের প্রশংসাও করেন তিনি।

Developed by: