হে সময় আপন মানুষ নিও না দূরে,
মায়াজাল ফেলে যাও এপারে
অন্ধকারকে ছিঁড়ে ফেলে দাও
টুকরো টুকরো করে কালের ওপারে
ছুঁড়ে ফেলে দাও,
হাত-পা ভেঙে যাক অন্ধকারের।
বিষণœতা ঠেলে আলো আসুক
হৃদয় দেখুক হৃদয়কে,
যত ভুল মিশে যাক মাটির সাথে।
চোখ চোখকে দেখুক
সুপ্তপল্লব কত ভালোবাসা করেছে জমা,
বাসনার পসরা সাজানো অভীকপথ
এপথ ধরে আপন হেঁটে যাক
হেঁটে যাক সুখ।
বৃষ্টিতে থই থই
কুয়াশা আঁধারে ঢেকেছে নীলিমা
তুমি যদি রাজহংসী হও
শপথ সকালের শপথ রাত্রির
সারা গালে কাশবন
না ছুঁয়েও ভালোবাসা হয়
বাবার ক্ষেতে ছড়া ছিল
এই ¯িœগ্ধ স্বর্ণালি সন্ধ্যায়
চারিদিকে মৃত্যুর মিছিল বাড়ছে হাহাকার
