পুণ্যভূমি সিলেটকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ‘শ্রীভূমি’ বলে আখ্যায়িত করেননি; শ্রীভূমির মানুষ কাব্যময়, প্রেমময় ও রসে সিক্ত বলে তিনি সিলেটের প্রতি স্বাভাবিক দুর্বল ছিলেন। এ অঞ্চলে কাব্য, পুঁথি ও মরমী সংগীতের ধারা বহমান ছিল যুগ যুগ ধরে, এখনও রয়েছে। মহাকবি সৈয়দ সুলতান, হাছন রাজা, রাধারমণন দত্ত, দুর্বিণ শাহ, শীতালং শাহ, কালা শাহ, দীনহীন, শেখ ভানু, সৈয়দ শাহ নূর, মাওলানা ইয়াছিন, ভেলা শাহ, লতিফ শাহ, আরকুম শাহ ও শাহ আব্দুল করিম এরা এই সিলেটের সন্তান। যাদের ছন্দময় উচ্চারণ, সুর ও বাণীর ঝংকার আজও মানুষের মনে অনুরণন সৃষ্টি করে।
এ ধারার একজন সফল ও অনন্য গীতিকার শাহ আব্দুল ওদুদ। জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৭০ সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বুবরাজান গ্রামে। পিতা আলহাজ্ব মরহুম সিরাজুল ইসলাম মাতা আলহাজ্ব মরহুমা খোরশেদা বিবি। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
শাহ আব্দুল ওদুদ সদা ভাবের দেশে বসবাসকারী একজন আত্মভোলা মানুষ। ধবধবে সাদা পোষাক আর লকলকে কালো চুল দাড়ির এই সফেদ মানুষটি বিত্ত বৈভবের ধার ধারেন না শৈশব থেকেই। ওলি আউলিয়াদের পদস্পর্শে কাটে তাঁর অধিক সময়।
একজন সহজ সরল নিরহংকার খোদাভক্ত শাহ আব্দুল ওদুদ এর গানে উঠে এসেছে আমাদের দৈনন্দিন জীবনের হাসি-কান্না, আবেগ-অশ্র“, আশা-আকাংখা, জীবন-জিজ্ঞাসা, প্রেম-বিরহ, জীবাত্মা ও পরমাত্মার মিলনের সাবলীল ও গতিশীল সহজ সরল উচ্চারণ।
তাঁর প্রকাশিত গানের বই ‘দিলতরঙ্গ’ (১৯৯৯), ‘প্রেমের মরা’র (২০০২) ‘মধ্যে মায়া নদী’