সিলেটের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুরমা নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত কিনব্রিজ। উত্তর ও দণি সুরমাকে এক বৃত্তে গাঁথার ল্য নিয়ে ১৯৩৬ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই ব্রিজটি। তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামানুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় কিনব্রিজ। ১১৫০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ ব্রিজটির নির্মাণে ব্যয় হয় তৎকালীন ৫৬ ল টাকা। সুরমা নদীর উত্তরপারে ব্রিজের পশ্চিমে একটি বৃহত্তর সিঁড়ি নির্মাণ করা হয়। যা চাঁদনি ঘাটের সিঁড়ি নামে খ্যাত। লর্ড নর্থকে অভ্যর্থনা জানানোর জন্য এই সিঁড়ি নির্মাণ করা হয়। এরই পাশে জমিদার আলী আমজদ খানের নির্মিত একটি বিরাট ঘড়ি আজও দর্শনার্থীদের অবাক করে দেয়। দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের সহজেই মন কেড়ে নেয় কিনব্রিজ, চাঁদনিঘাটের সিঁড়ি ও আলী আমজদ খানের অদ্ভুত সুন্দর বিরাট ঘড়িটি।