১৫ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ঘটিকায় ইষ্ট লন্ডনের ব্রিকলেনস্থ আমার গাওঁ রেষ্টরেন্টে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংঘঠনের সভাপতি ফখর উদ্দীন ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুক্তার সাইস্তার পরিচালনায়
সভার শুরুতে কোরান থেকে তেলাওয়ত করেন চন্দন মিয়া । উক্ত আলোচনা সভায় লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার নাম পরির্বতন করে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট নাম করণ করা হয় এবং লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার সাবেক কমিটি বিলুপ্তি ঘোষনা করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করায় হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আব্দুল মুক্তার সাইস্থা আহবায়ক, মকসুদ রহমান যুগ্ন আহবায়ক, রফিক উদ্দীন যুগ্ন আহবায়ক, শহিদুল ইসলাম যুগ্ন আহবায়ক, এম মোসাইদ খান সদস্য ছাদেক আলী সদস্য এবং দুলাল মিয়া সদস্য। সংগঠনের টাস্টি সদস্য ফি ২৫০ পাউন্ড নির্ধারণ করে আবহবায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্য টাস্ট এর সদস্য সংগ্রহের জন্য সময় বেধে দেওয়া হয়। উক্ত আলোচনা সভায় লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার বিগত দিনের বিভিন্ন সফল কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, সর্বজনাব আসিক মিয়া, আব্দুল হক আবু, এছাড়াও বক্তব্য রাখেন, মকসুদ রহমান, মোঃ চন্দন মিয়া, ফারুক আহমদ, রফিক উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, আনছার আহমেদ, এম মোসাইদ খান,সাইস্তা মিয়া, ছাদেক আলী, খলকু মিয়া, আলী আহসান খান, ফয়ছল আহমেদ। সভাপতির সমাপনী বক্তব্য শেষে নৈশভৈাজ পরিবেশন করা হয়।