হে প্রিয় নেত্রী
তুমি আমাদের চোখের মণি,
তুমি আমাদের সুখের জয়ধ্বণি।
হে প্রিয় নেত্রী
তুমি কোটি মানুষের আশা,
তুমি সোনার বাংলাকে টিকে রাখার ভরসা।
হে প্রিয় নেত্রী
তুমি সদা সত্যের পথে এগিয়ে চলো,
তুমি সবসময় ন্যায়ের কথাই বলো।
হে প্রিয় নেত্রী
তুমি দেশের শান্তির প্রতীক,
তুমি সঠিক পথে চলার নির্ভুল দিক।
হে প্রিয় নেত্রী
তুমি এগিয়ে যাও সামনে,
তুমি ঠাইঁ দাও আমাদের তোমার মনে।
তুমি আমাদের প্রিয় নেত্রী দেশরতœ শেখ হাসিনা,
তোমাকে ছাড়া আওয়ামী লীগকে ভাবতে পারিনা।
স্বজন প্রিয়জনকে হারিয়ে তুমি হয়েছ নিঃস্ব,
থাকোনি তুমি পিছিয়ে একথা জানে সারা বিশ^।
ঘাতকরা বারে বারে নিতে চেয়েছে তোমার মূল্যবান প্রাণ,
তুমি যেন দেশবাশীর জন্য প্রিয় খোদার অমূল্য দান।
তোমার দীর্ঘজীবন কামনা করি আজ এই ক্ষণে,
তুমি আছো তুমি থাকবে দেশবাসীর মনে।