স্বজন পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘মাসিক মাকুন্দার’ সম্পাদক লেখক, সম্পাদক ও মরমি গবেষক মো.খালেদ মিয়ার ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ ১৩ মে ২০২৩ শনিবার, দুপুর ২টায় বিশ্বনাথের সিঙেরকাছস্থ নয়াগাঁওয়ের ছন্দনিকেতনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
উক্ত অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো.খালেদ মিয়া।