বিভাগ: বিনোদন

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

একটা সময়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের সখ্যের কারণে অশান্তির ঝড় উঠেছিল শাহরুখ-গৌরীর সংসারে। অবশ্য গৌরীর শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত শাহরুখ-প্রিয়াঙ্কা সখ্যের ইতি ঘটে। সম্প্রতি ১৫ বছর আগের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রকাশিত ভিডিওতে শাহরুখ প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। অবশ্য স্রেফ মজা করেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিং খান। তার পরও বিষয়টি নিয়ে অনলাইনে হইচই পড়ে গেছে।

২০০০ সালের ঘটনা। তখনো বলিউডে যাত্রা শুরু হয়নি প্রিয়াঙ্কা চোপড়ার। সে বছর বিশ্বসুন্দরী খেতাব পান তিনি। প্রতিযোগিতার আসরে বিচারকদের মধ্যে ছিলেন শাহরুখ খান। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে শাহরুখ ঘুরিয়ে-পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন।

প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কাকে শাহরুখ জিজ্ঞেস করেন, তাঁর মতো অভিনেতা, আজহারউদ্দিনের মতো খেলোয়াড় এবং সরোভস্কি জুয়েলারির মালিকের মতো শৈল্পিক ব্যবসায়ীর মধ্যে কাকে বিয়ে করার জন্য বেছে নেবেন প্রিয়াঙ্কা। শাহরুখ এও বলেন, তাঁকে বিয়ে করার জন্য রাজি হলে অন্য দুই বিচারক (আজহারউদ্দিন ও সরোভস্কি জুয়েলারির মালিক) বিচারকাজে পক্ষপাতিত্ব করবেন না। এভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন ‘বলিউড বাদশাহ’। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ডন ২’ ছবি মুক্তি পাওয়ার পর শাহরুখ এবং প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে নানা কেচ্ছা-কাহিনি চাউর হয়। দুজনের ঘনিষ্ঠতার এসব খবরে প্রচণ্ড চটে যান শাহরুখের স্ত্রী গৌরী খান। এমনকি তাঁদের দীর্ঘদিনের সাজানো সংসারে অশান্তিও নেমে আসে। ভবিষ্যতে প্রিয়াঙ্কার সঙ্গে এক ছবিতে অভিনয় করতে পারবেন না-শাহরুখের ওপর এমন অলিখিত নিষেধাজ্ঞাও জারি করেন গৌরী। পরবর্তী সময়ে শাহরুখ-প্রিয়াঙ্কার দূরত্ব বাড়তে থাকে। এক ছবিতে অভিনয় করা তো দূরের কথা, কোনো অনুষ্ঠানে হাজির হলেও একে অন্যকে এড়িয়ে চলতে দেখা যায় তাঁদের।

প্রিয়াঙ্কাকে শাহরুখের বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও

হাজারও মানুষের মিলন মেলায় শেষ হলো জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসব

DSC03024সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এমরুল কয়েস লোক উৎসর হাজারও মানুষের মিলন মেলায় পরিনত হয়। সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে কবি সাহিত্যিক, বাউল শিল্পীদের প্রানান্তর আড্ডায় উৎসবের আমেজকে আরো বাড়িয়ে দিয়েছিল।
গত ১৮ মার্চ ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ লোক উৎসব। বাউল গানের ফাঁকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ‘আমরা বাউল’ এর মোড়ক উন্মোচন।
প্রভাষক তোয়াহেদ মিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এ লোক উৎসবে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জামাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন মাসিক মাকুন্দার সম্পাদক বহুগ্রন্থ প্রণেতা মো. খালেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক সাইদুর রহমান সাঈদ, মাসিক বাসিয়া সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কবি আবদুল ওয়াহিদ, মরমি কবি ও শিল্পি ফকির সমছুল, কবি ও প্রভাষক ফজলুল হক দোলন, জামালগঞ্জ প্রেসকাবের সভাপতি অরুণ পুরকায়স্থ, কবি ও গীতিকার কামরুন নাহার চৌধুরী শেফালী, কবি রাশিদা বেগম ও কবি মো. সহিদ মিয়া। লোক উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের প্রতিষ্ঠাতা ডা. এমরুল কয়েস। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোক উৎসবের চেয়ারম্যান প্রভাষক ইব্রাহিম কয়েস মামুন। লোক উৎসবে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সামছুন্নুর, শিল্পী জহুর আলী, মনির উদ্দিন পাগলা, শিল্পী সমর উদ্দিন, শিল্পী সাজ্জাদ আহমদসহ অসংখ্য বাউল শিল্পী।

কারিনাকে স্ত্রী দেখতে চাইতেন যে পরিচালক

কারিনা কাপুর এখন সইফ আলি খানের বেগম৷ তবে তিনি করণ জোহরের স্ত্রীও হতে পারতেন৷ অন্তত করণের স্ত্রী যিনি হতেন তিনি করিনার মতোই হতেন৷ সম্প্রতি এমনই খোলামেলা স্বীকারোক্তি করেছেন পরিচালক করণ জোহর৷
সেই ১৭ বছর বয়সে করিনাকে প্রথম দেখেই ছবিতে কাস্ট করেছিলেন করণ৷ ক্রমে ক্রমে ইন্ডাস্ট্রিতে তাঁরা ভালো বন্ধু হয়ে উঠেছেন৷ কোনও সমস্যা হলে করিনা দ্বারস্থ হতেন করণেরই৷ একজন অভিনেত্রী, অন্যজন পরিচালক৷ তবু দুজনের কেমিষ্ট্রি ছিল অসাধারণ৷ সাইফ আলি খানও দুজনেরই ভালো বন্ধু ছিলেন৷ সেখান থেকেই করিনা-সইফ প্রেম৷ তারপরেই কারিনা বেগম হয়েছেন পাতৌদির নবাব পরিবারের৷ তাই কারিনাকে আর স্ত্রী হিসাবে পাওয়া হল না করণের৷ তবে নিজের স্ত্রী যেন করিনার মতোই হন এমনটাই চাইতেন তিনি৷
সম্প্রতি এক ম্যাগাজিনের কভার শুট করলেন তাঁরা একসঙ্গে৷ অনেকদিন পর একসঙ্গে আড্ডা দিলেন৷ মজা করলেন৷ আর সে সবের মধ্যেই করণ করে ফেললেন এই সৎ স্বীকারোক্তি৷
এমনকী ঐশ্বর্যের মতো কারিনাকেও একজন ন্যাচারাল অ্যাক্টর মনে করেন করণ৷ তাঁর মতে, এঁরা জন্ম থেকেই অভিনেত্রী৷ শুধু ক্যামেরার সামনে মাঝে মাঝে আসে আর চলে যায়৷ শর্মিলা ঠাকুরের মতো কারিনাও যেভাবে বিয়ের পর নিজের কেরিয়ারের প্রতি ফোকাস ধরে রেখেছেন তাতেও খুশি করণ৷ অভিনেত্রী হিসেবে তো বটেই, ব্যক্তি কারিনার জন্যেও বড় জায়গাই নিজের মনে তুলে রেখেছেন করণ৷

তিন খান-এ মুগ্ধ অমিতাভ বচ্চন

এ বছরই ৫০-এ পা দেবেন বলিউডের তিন খান আমির, শাহরুখ, সালমান। এই উপলক্ষ্যে তাদের আগামী সংখ্যা এই তিন খান-কে ডেডিকেট করতে চলেছে আউটলুক ম্যাগাজিন। তারই অংশ হিসেবে তাঁরা অমিতাভ বচ্চনের একটি সাক্ষাত্‍‌কার নিয়েছে। আর সেই সাক্ষাত্‍‌কারে মুক্ত কন্ঠে তিন খানের প্রশংসা করেছেন বলিউডের এই লিভিং লেজেন্ড। তিনি বলেন যে এই তিন খান বলিউডে এসে ঝড় তুলেছিলেন। এঁদের প্রত্যেকের প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন বিগ বি। তিনি বলেন শাহরুখের আত্মবিশ্বাস, এনার্জি এবং দৃঢ়তাকে তিনি হিংসে করেন। অন্যদিকে আমির অত্যন্ত সৃষ্টিশীল একজন মানুষ। সালমান সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, সালমানের মধ্যে জীবনকে চিন্তামুক্তভাবে বাঁচার ক্ষমতা আছে। তিনি এও বলেন, এই তিন খান সেই যুগে বলিউডে প্রবেশ করেছিলেন যখন ভারতীয় দর্শক নীতি কথায় ভরা ছবি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁরা পরিবর্তন চাইছিলেন। এঁরা তিন জন সেই পরিবর্তন নিয়ে আসতে পেরেছিলেন। এঁদের কথা ভেবে নতুন ধরনের ছবি তৈরি হতে শুরু করল যা দর্শকও প্রাণভরে গ্রহণ করেছিলেন।

কসমিক সেক্স-এর পর কিল দ্য রেপিস্ট?

অমিতাভ চক্রবর্তীর দেখানো পথ অনুসরণ করতে চলেছেন সঞ্জয় ছেল। কসমিক সেক্স-এর পর এবার অনলাইনে মুক্তি পেতে চলেছে কিল দ্য রেপিস্ট। সম্প্রতি নির্ভয়ার ওপর তৈরি তথ্যচিত্র নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশ। আর এই সুযোগে দেশে মুক্তির ছাড়পত্র পাওয়ার আগেই ইউটিউবে কিল দ্য রেপিস্ট আপলোড করে দিতে চান প্রযোজক সিদ্ধার্থ।

তবে গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ছবি মু্ক্তির সিদ্ধান্ত নিয়েছিল পরিচালক। কিন্তু, সেন্সর বোর্ডের ছাত্রপড় পায়নি এই ছবি। প্রযোজক জানান, ছবির ট্রেলর মুক্তির পরই যেই সাড়া পেয়েছিলাম, আস্তে আস্তে তা কেমন যেন ঝিমিয়ে আসতে থাকে। ইন্ডিয়াস ডটার আবার সেই উত্‍সাহ ফিরিয়ে এনেছে আমার। তাই ছবিটি আদতে মুক্তির আলো দেখবে কিনা তা এখনও অনিশ্চিত। সেকারণে এপ্রিলের মাঝামাঝি ৯০ মিনিটের এই থ্রিলার ইউটিউবে রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক।

২০১২ সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিক্রিয়ায় নিয়ে এই ছবি তৈরি করেন সিদ্ধার্থ। যে ছবিটির মাধ্যমে সমাজের কাছে প্রশ্ন করা হয়েছে ধর্ষকদের কী শাস্তি হওয়া উচিত? বা ধর্ষকদের কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত? দিল্লির প্রেক্ষাপটে তৈরি ছবি আবর্তিত হয়েছে মূল অঞ্জলি পাতিল ও এক সানি হিন্দুজাকে।

স্বামীর দেওয়া বিকিনি পরে দেশি লুক সানির

জীবনে চলার গতি বাড়ানোর কারণে বরাবরই মিডিয়ার আলোচনায় থেকেছেন সানি লিওন। এবার হয়তো স্বামী ড্যানিয়েলকেও আলোচনায় আনতে চাইছেন এ তারকা।

রোববার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়েছে, আসন্ন সিনেমা এক পেহেলি লীলার ‘দেশি লুক’ গানে ঝড় তুলেছেন সানি। এতে কমলা রংয়ের বিকিনি পরেই হাজির হতে হতে দেখা গেছে তাকে। গানটির সুফল পেতে শুরু করেছেন তিনি। ইতোমধ্যে গানটি ইউটিউবে ৩ লাখের বেশি বার দেখা হয়েছে।

সানির ভাষ্য, বিকিনিটি তার নিজের কালেকশনের; যেটা ভালবাসা দিবসে তার স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পান তিনি।

আর সে কারণে অনেকেই বলছেন, সাবেক এ পর্ন তারকা তার স্বামীকে ড্যানিয়েলকে আলোচনায় আনতেই এ কৌশল নিয়েছেন। কারণ এ সিনেমা মাধ্যমে বলিউডে ড্যানিয়েলের অভিষেক ঘটতে যাচ্ছে।

ববি খান পরিচালিত ছবিতে আরও আছেন টেলিভিশন অভিনেতা জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব।

সিনেমায় সানিকে আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও অতীতের রাজকন্যা- এই ৩ রকম চরিত্রে দেখা যাবে।

ইতোমধ্যে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গেও পা মিলিয়েছেন সানি।

দেবের একুশ দেবের একুশ

নিজের ফেইসবুক পেইজে এমনটাই লিখেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব, সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। ছবিতে তিনি আছেন, প্রসেনজিৎ আছেন আর আছে শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন এই ওপার বাংলার এই তারকারা। আর তখনই তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য পোস্ট করেছেন দেব।

বাংলাদেশ সরকার আমন্ত্রণে আন্তজর্াতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এখন ঢাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরসঙ্গী হয়ে এক ঝাঁক তারকার সঙ্গে এসেছেন দেব ওরফে দীপক অধিকারীও। টালিগঞ্জের জনপ্রিয় এই নায়ক তৃণমূল কংগ্রেসের সাংসদও বটে।

ঢাকায় পা দিয়েই দেব ফেইসবুকে লেখেন, “সবে বাংলাদেশের মাটিতে পা দিয়েছি এবং কি উষ্ণ অভ্যর্থনা! ঐক্য, ভালোবাসা এবং অতিথিপরায়নতার সর্বোচ্চ রূপ দেখছি। কৃতজ্ঞতায় মাথা নত করছি।”

প্রেমের কথা স্বীকার করলেন আনুশকা, তবে…

ভারতীয় পত্রিকা অ্যাবসোলিউট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মত নিজের নীরবতা ভেঙ্গেছেন আনুশকা। বলেছেন, তাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে মানুষের অতিরিক্ত আগ্রহের কারণেই এ বিষয়ে মুখ খোলেননি এতদিন।

“আমি ভিরাটের সঙ্গে প্রেম করছি আর আমাদের এই সম্পর্ককে খুবই সম্মান করি। এ ব্যাপারে আমি কখনও কথা বলি না কারণ আমরা দুজনই বুঝতে পারি না, কতখানি বলা উচিত। আমাদের প্রেমের কথা স্বীকার করার পরপরই আমাকে শত শত প্রশ্নের উত্তর দিতে হবে। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি সব প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করবো না।”

‘পিকে’ খ্যাত এই অভিনেত্রী এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে, নিজের সম্পর্কের ব্যাপারে সরব হবেন না তিনি। কারণ হিসেবে বললেন, যখন সবাই তার ব্যক্তিগত জীবন নিয়ে মাতামাতি শুরু করে তখন তার ক্যারিয়ার এবং কাজের প্রতি কারও আগ্রহ থাকে না।

“আমি ব্যক্তিগত জীবনে কী করছি তা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ এর ফলে কেউ অভিনেত্রী হিসেবে আমাকে গুরুত্ব দেবে না। শুধুমাত্র আমার প্রেমের গুজব নিয়েই থাকবে।”

‘পিকে’র পর এখন মুক্তির অপেক্ষায় আছে আনুশকা অভিনীত ও তার প্রযোজনায় প্রথম সিনেমা ‘এনএইচ টেন’। এছাড়াও মুক্তি পাবে বহুল আলোচিত ‘বোম্বে ভেলভেট’।

শুটিং চলছে জোয়া আখতারের সিনেমা ‘দিল ধাড়াকনে দো’র, এতে আনুশকাকে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, রানভির সিং, ফারহান আখতার এবং অনিল কাপুরের সঙ্গে।

শাহরুখের নায়িকা ক্যাটরিনা, কাজল নয়

১৯৯১ সালের অমিতাভ বচ্চন-গোবিন্দ-রজনিকান্ত অভিনীত ‘হাম’-এর রিমেইক করছেন রোহিত শেঠি। এর আগে শোনা গিয়েছিল ‘মাই নেম ইজ খান’-এর পর এই সিনেমার মাধ্যমেই পর্দায় ফিরছেন শাহরুখ- কাজল জুটি। তবে ‘দিলওয়ালে’ নামের নতুন এই সিনেমায় কাজল নয়, শাহরুখের নায়িকা হবেন ক্যাটরিনা কাইফ। এর ফলে ‘যাব তাক হ্যায় জান’-এর এই সফল জুটিকে দ্বিতীয়বারের মতো পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

অন্যদিকে পঞ্চাশের দশকের সাড়া জাগানো কমেডি সিনেমা ‘চালতি কা নাম গাড়ি’র আদলেও একটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত রোহিত। এই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাহরুখ। অর্থাৎ অশোক কুমার অভিনীত রাগী বড় ভাইয়ের চরিত্রটিকে এবার পর্দায় নতুনভাবে ফুটিয়ে তুলতে দেখা যাবে কিং খানকে। আর তার ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন ভারুন ধাওয়ান।

এই সিনেমায় মধুবালা অভিনীত চরিত্রটির জন্য প্রথমে ভাবা হচ্ছিল ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে অভিষিক্ত হওয়া অভিনেত্রী কৃতি শ্যাননের নাম। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, এই সিনেমাটির জন্যই কৃতি, আক্শায় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ সিনেমাটিও ছেড়ে দিয়েছেন।

এখন শোনা যাচ্ছে নির্মাতাদের আগ্রহ আলিয়া ভাটের প্রতিই বেশি। এর মধ্যে সিনেমাটির চিত্রনাট্য পড়ে ফেলেছেন আলিয়া। তিনি নিজেও উৎসাহী এই সিনেমার অংশ হওয়ার জন্য।

মেন্টাল ছবির গান নিয়ে বিতর্ক

শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির ‘বলতে বাকি কত কি’ গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবির গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের শান। সেখানে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে এসেছে ভারতের ডাব্বুর নাম। একই সুরে ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের একটি গান ২০ জানুয়ারি ইউটিউবে প্রকাশ করেছেন ইমরান। এটির গীতিকার শফিক তুহিন। ইমরান বলেন, “গত বছরের মে মাসে ‘মেন্টাল’ ছবির জন্য আমি ‘বলতে বাকি কত কি’ গানটি করি। কয়েকটি অনুষ্ঠানেও গানটি গেয়েছি। কোনো এক কারণে প্রযোজকের সঙ্গে মনোমালিন্য হলে গানটির গীতিকার জাহিদ হাসান অভিকে ফোনে এবং এসএমএসে জানিয়ে দিই, এই সুর তাদের দেব না এবং লিরিকটা নিয়ে তারা যেন অন্য কাউকে দিয়ে সুর করিয়ে নেয়। সেই সুরের ওপর নতুন করে লিরিক লিখিয়ে ২০ জানুয়ারি গানটি ইউটিউবে প্রকাশ করি। এটা যে আমার সুর তার সব প্রমাণ আমার কাছে আছে। তারা আমার সঙ্গে প্রতারণা করছে।”

ছবির প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, “গানটির সুর ও সংগীত করে ডাব্বু আমাদের দিয়েছিলেন গত বছর মার্চের শেষ সপ্তাহে। পরে ইমরানকে দিয়ে গাওয়ানোর জন্য তার কাছে এটা পাঠাই। নানা কারণে ইমরানকে দিয়ে আমরা গাওয়াইনি। দেড় মাস আগে আমরা ‘বলতে বাকি কত কি’ গানটির ওয়েলকাম টিউন প্রকাশ করেছি।” উল্লেখ্য, ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শী, মিশা সওদাগর প্রমুখ।

Developed by: