বিভাগ: বিনোদন

সম্পর্কে ভুল বোঝাবুঝির ঝামেলা দূরে রাখতে করুন ছোট্ট ৭ টি কাজ

সম্পর্ক ভাঙনের মূল কারণ ভুল বোঝাবুঝির সমস্যা। প্রেমের সম্পর্কই হোক আর দাম্পত্যের সম্পর্কই হোক না কেন একে অপরকে ভুল বুঝলে সম্পর্কের গভীরতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। দুজনের মনের টান হারিয়ে যেতে থাকে এই ভুল বোঝাবুঝির কারণে। তাই সম্পর্ক থেকে এই ভুল বোঝাবুঝির ঝামেলা যতোটা সম্ভব দূরে রাখাই ভালো। এতে একেবারে শেষ পর্যন্ত সম্পর্ক থাকে মজবুত এবং ভালোবাসা থাকে গভীর ও অটুট।

১) আশা একটু কম করে করুন
মনের মানুষটির কাছ থেকে অনেক কিছুই আশা করার থাকে। কিন্তু এই অতিরিক্ত আশা কিন্তু মনের মানুষটিকে দূরে ঠেলেও দেয়। আমরা যখন আশা করে বসে থাকি তখন আমাদের সঙ্গী তা হয়তো বুঝতেও পারেন না। ফলে আশাহত হওয়ার কষ্টে পড়ে সঙ্গীকে ভুল বুঝে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকেন অনেকেই। তাই আশা একটু কম করে করার চেষ্টা করুন।

২) রাগ চেপে রাখবেন না
রাগ উঠলে মানুষের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে যায়। এতে করে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়তে থাকে। আপনি যতোক্ষণ রাগ পুষে রাখবেন ততোক্ষণই ভুল বুঝতে থাকবেন। তাই রাগ পুষে না রেখে প্রকাশ করে ফেলুন। এতে অন্তত ভুল বোঝাবুঝির ঝামেলা দূর হবে।

৩) একে অপরকে দোষারোপ করবেন না একেবারেই
সঙ্গী ভুল করতেই পারেন এবং সম্পর্কে একটু আধটু ঝগড়া হতেই পারে। কিন্তু একে অপরকে এই নিয়ে দোষাদোষী করলে দুজনের মনেই বিরূপ ধারণার জন্ম হয়। এতে করে ভুল বোঝার পরিমাণ বাড়ে।

৪) নিজেকে পরিষ্কার রাখুন সঙ্গীর কাছে
সঙ্গীকে ভুল বোঝার সুযোগই দেবেন না কখনো। সবসময় নিজেকে সঙ্গীর কাছে পরিষ্কার রাখুন। আপনি স্বচ্ছ থাকলে আপনার সঙ্গী কখনোই ভুল বুঝবেন না।

৫) বিশেষ দিনগুলোতে নিজেই উদ্যোগী হোন
মনে মনে ভাবছেন সঙ্গী হয়তো বিশেষ দিনগুলোতে আপনার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন? এতোটা আশা করে বসে থাকবেন না। হ্যাঁ, অনেক সময় আশা জেগে থাকেই মনে কিন্তু তাই বলে মনে করে নিয়ে চুপচাপ বসে থাকবেন না। নিজেই উদ্যোগী হয়ে যান। এতে ভুল বোঝাবুঝির সমস্যা এড়ানো যাবে।

৬) কাজের ব্যস্ততায় ভুলে যাবেন না সঙ্গীকে
কাজের ব্যস্ততায় সঙ্গীকে ভুলে যাবেন না একেবারেই। এতে ভুল বোঝাবুঝি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী এবং আপনাদের সম্পর্ক যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কাজের ব্যস্ততার মাঝেই সঙ্গীকে সময় দিন। এতে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারবেন না।

৭) অন্য কারো কথায় কান দেবেন না
তৃতীয় কারো কথা শুনে সঙ্গীকে ভুল বুঝতে যাবেন না। অন্যের কথা সুনেই সঙ্গীর দিকে আঙুল তোলার মতো ভুল কাজ করবেন না একেবারেই। সঙ্গীকে জিজ্ঞেস করুন, বুঝুন। এতেও ভুল বোঝাবুঝির সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে।

স্ত্রীকে ধার দিয়ে বিপাকে শাহরুখ অতঃপর স্বস্তি পেলেন

বলিউডের বাদশা শাহরুখ খানের উপর থেকে কিছুতেই যেন কালো মেঘের ঘনঘটা কমছিল না। তবে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলাতে পারছেন এই অভিনেতা। আর শাহরুখের এই দুর্দশার কারণ তারই স্ত্রী গৌরি খান। কি অবাক হচ্ছেন?

বলিউডের বাদশা তার স্ত্রী গৌরি খানকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি ৬৫ লাখ টাকা এবং গয়না কেনার জন্য ৬৩ লাখ টাকা ধার দিয়েছিলেন। ফ্ল্যাট ও অলংকার কেনার জন্য বিনা সুদে ঋণ দিয়েছিলেন তার জন্য কর কর্তৃপক্ষ তার ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়েছিল তা খারিজ করে দিয়েছেন অ্যাপিলেট ট্রাইবুনাল।

এ জন্য আয়কর কমিশনার ওই দুই কোটি ২৮ লাখ টাকা ২০০৫-০৬ অ্যাসেসমেন্ট বর্ষের জন্য তার সম্পত্তির সঙ্গে যোগ করার নির্দেশ দেন। কারণ তাদের যুক্তি ছিল আয়করদাতা তার স্ত্রীকে ঋণ দিয়ে ঘুরপথে সম্পত্তি হস্তান্তর করছেন।

কিন্তু আয়কর অ্যাপিলেট ট্রাইবুনাল জানিয়েছে, যেহেতু এ রকমভাবে স্ত্রীকে ঋণ দেওয়ার অর্থকে সম্পত্তি কর অনুসারে সম্পদ হিসেবে গণ্য করা যায় না তেমনই এ ক্ষেত্রেও এই ঋণের টাকাকে আয়করের আওতায় আনা যাবে না।

ইউলিয়া বিহীন সালমান আবারও একা

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে রোমানীয় টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুরের প্রেমের সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। ইউলিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সালমানকে একা করে ইউলিয়া নিজ দেশে ফিরে যান। অবশ্য ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সালমান অনেক চেষ্টা করেছিলেন। তবে ইউলিয়া ভিসা বাড়িয়ে আবারও ভারতে ফিরবেন।

সালমানের সঙ্গে বন্ধুত্বের সুবাদে ‘ও তেরি’ ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার সুযোগ পান ইউলিয়া। গত মার্চ মাসে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সালমান যেন এবারে ইউলিয়াকে বলিউডে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন। গত নভেম্বরে সালমানের ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে বেশির ভাগ সময় সালমানের পাশাপাশি ইউলিয়াকে দেখা যায়। সালমানের ভাব দেখেই সবাই বুঝে নেয় ইউলিয়াই সালমানের বর্তমান গার্লফ্রেন্ড।

ইউলিয়ার যেন অর্পিতার বিয়েতে অংশ নিতে কোন সমস্যাই না হয়, সে জন্য সালমান মুম্বাইয়ে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাশে একটি পাঁচ তারকা হোটেলে ইউলিয়ার থাকার ব্যবস্থা করেছিলেন।

প্রেম করছেন প্রিয়াংকা চোপড়া! কিন্তু কে সেই রহস্যময় পুরুষ?

প্রিয়াংকা চোপড়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর নাম। কেবল বলিউডেই নয়, আন্তর্জাতিক পরিসরেও নিজেকে পরিচিত করেছেন তিনি। চলচ্চিত্র জগতে যোগ্য ও প্রতিশ্রুতিশীল ভারতীয় নারীদের প্রতীক হয়ে উঠছেন তিনি। তবে শোনা যাচ্ছে, প্রিয়াংকার মা এখন তাকে আরেকটি পরিচয়ে দেখতে চান। তা হলো, বিবাহিতার পরিচয়। অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই কারণ এমন তথ্য সম্প্রতি প্রিয়াংকাই জানালেন।

হাসতে হাসতে প্রিয়াংকা মিডিয়াকে জানান, আমার মা এখন আমাকে বউয়ের বেশে দেখতে চান। শুধু তাই নয়, আমার জন্মের মুহূর্ত থেকেই এই বিষয়টি তার মাথায় ঘুরপাক খাচ্ছে।

তবে বিষয়টিকে হেসেই উড়িয়ে দেননি তিনি। জানান, তাই বলে বউ হওয়া বা বিয়ে করার বিষয়টিকে হালকাভাবে নেওয়া যায় না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি বিয়ে। এটি এমন এক বিষয় যা দ্রুততার সঙ্গে করা যায় না। আর এমন একজনকে বিয়ে করতে হবে যার দুনিয়াই আমিই একমাত্র নারী।

এমন কোনো বিশেষ পুরুষ কী খুঁজে পেয়েছেন তিনি? এ প্রশ্নের জবাবে রহস্য করে প্রিয়াংকা বললেন, আমি কখনোই বলিনি যে আমি একা। কিন্তু তিনি কে? আবারো রহস্য। বললেন, যখন তাকে নিয়ে বলার সময় হবে তখনই বলবো।b3c90d6ec455cdfafd09dbb42e8fe345

এইসব দিনরাত্রির সেই টুনি’র আত্মহত্যা!

1413543533_1আবারও মিডিয়ায় আত্মহত্যার মতো আরেক দুঃসংবাদ। হুমায়ূন আহমেদের বিখ্যাত টিভি সিরিজ এইসব দিনরাত্রি’র সেই টুনি আত্মহত্যা করেছেন। পুরো নাম নায়ার রহমান লোপা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকেই নিজের বেডরুমেই এই ঘটনা ঘটে বলে জানা যায়। শুক্রবার বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গেই ছিল।
পরিবারের পক্ষ থেকে এই ঘটনার কারণ কিছুই জানাচ্ছেন না তারা। বিমর্ষ পরিবারের সদস্যদের বিক্ষিপ্তভাবে হাসপাতাল চত্ত্বরে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। মিডিয়ার লোকজনকে দেখলেই তারা এড়িয়ে যাচ্ছেন।
তবে লোপার বন্ধুবান্ধবেরা ধারণা করে বলছেন, সাংসারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে। লোপার সংসার জীবনে দুই সন্তান। দীর্ঘদিন মিডিয়া থেকে বিরতি নিয়ে বছর কয়েক ধরে বিচ্ছিন্নভাবে নাটকে কাজ করছিলেন তিনি।

মর্মাহত দেব, বাংলাদেশি ভক্তের পাগলামি

পশ্চিমবঙ্গের নায়ক দেবের দেখা পাওয়ার জন্য অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছেন এক বাংলাদেশি ভক্ত। ১৩ বছর বয়সী এই কিশোরী ছাদ থেকে ঝাঁপ দেন। আর সে খবর পৌঁছে গেছে খোদ দেবের কাছে।

১৩ বছর বয়সী স্কুল শিক্ষার্থী সুমি মঙ্গলবার সকালে রাজধানীর জুরাইন প্রাথমিক স্কুলের দোতলা ভবনের ছাদ থেকে ঝাপিয়ে পড়ে। ঘটনাস্থলে যায় কদমতলী থানার পুলিশ।

কদমতলী থানার ওসি আবদুস সালাম গ্লিটজকে জানান, “ভারতের নায়ক দেবের দেখা পেতে চায় সুমি। এরকম ঘটনা ঘটালে আপনারা, সাংবাদিকরা নিউজ করবেন। তাই জুরাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এ রকম কথাই আমাদের বলেছে।”

তিনি আরও জানান, তাকে দুর্ঘটনা ঘটার পর পরই হাসপাতালে নেওয়া হয়। সুমির একটি পা ভেঙ্গে গেছে।

বুধবার ভোররাতে দেব তার অফিসিয়াল ফেইসবুক পেইজে কিশোরী এই ভক্তের উদ্দেশ্যে একটি পোস্ট করেন।

দেব লিখেছেন, “কিছুক্ষণ আগে শুনলাম, সংবাদ সৃষ্টির মাধ্যমে আমার নজর কাড়তে ছাদ থেকে ঝাপ দিয়েছেন সুমি নামে এক বাংলাদেশী। খবরটি আমাকেও আঘাত করেছে নিঃসন্দেহে।”

“আজ ‘আমি’ বলতে যাকে দেখছো, মনে করে দেখো এটা শুধু এবং শুধুই ভক্তদের জন্য। তাই আজ যদি তুমি নিজেকে আঘাত করো, সে আঘাত আমারও লাগে। আমি অনুরোধ করছি সবাইকে এবং মিনতি করে বলছি, আমার জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কেউ নিজেকে আঘাত করো না। আমাকে ভালোবাসো কারণ জেনে রেখো দেব সবসময় আছে তোমাদের পাশে, ঠিক তোমাদের হৃদয়ে।”
“জীবন খুবই সুন্দর, জীবনকে উপভোগ করো। আর একজন ভক্তের চলে যাওয়া মানে আমি একজনের ভালোবাসা হারালাম।”

পোস্টের শেষে সুমির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রিয়তার দেব।।

ক্যান্সারকে পরাস্ত করে আবার ক্যামেরার সামনে মণীষা কৈরালা

মনীষা কৈরালা। আগের বছর ক্যান্সারের সঙ্গে লড়াই সেরে আমেরিকা থেকে বাড়ি ফেরা। আর এবার প্রত্যাবর্তন চেনা পরিসরে। এতদিন ঘনিষ্ঠ মহল থেকে অল্পস্বল্প খবর আসছিল। যদিও খবরের সত্যতা স্বীকার করতে কেউ রাজি ছিলেন না। কিন্তু এবার এক প্রকার পাকাপোক্ত ভাবেই জানা গিয়েছে, সিনেমায় ফিরছেন তিনি। মধ্যিখানে সিনেমা থেকে দীর্ঘ বিশ্রাম। কারণ, অসুস্থতা। রোগবালাইকে হার মানিয়ে একেবারে সুস্থ শরীরেই কাজে ফিরছেন তিনি। হ্যাঁ, মনীষা কৈরালা। যত দূর জানা গিয়েছে, দুইটি ছবির কাজের অফার রয়েছে তাঁর হাতে। তার মধ্যে একটি ছবিতে তিনি অভিনয় করবেন বলে মোটামুটি মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন তিনি। দুইটি ছবিতেই প্রধান চরিত্রে তিনি থাকছেন কি না, তা জানা না গেলেও, এটা মোটামুটি নিশ্চিত দুটি গল্পেই মনীষার চরিত্রটি হতে চলেছে অন্যতম প্রধান চরিত্র। এবং গল্পের ধারা তাঁকে ঘিরেই আবর্তিত।

মনীষা আজকাল পুরো সময়টাই বাড়িতে চিত্রনাট্য পড়ে কাটাচ্ছেন। নাইলে যোগাসন করছেন। আর বাদ বাকি সময়টা তিনি কাটাচ্ছেন ছবির বিষয়ে আলোচনা করে, বলেছেন মনীষার ম্যানেজার সুব্রত ঘোষ। সুব্রত এমনটাও জানিয়েছেন, যতগুলো চিত্রনাট্য মনীষার হাতে পৌঁছেছে, তার মধ্যে একটি তাঁর খুব পছন্দ হয়েছে, এবং সেটি রাজকুমার সন্তোষীর আগামী ছবির। রাজকুমার সন্তোষীর সঙ্গে মনীষার বেশ কয়েকটা মিটিং হয়েছে। চরিত্রটির বিষয়ে দুজনের আলোচনাও হয়েছে ভালোই। আর সেই কারণেই মনীষা ওজন কমানোর জন্য পাওয়ার যোগার সাহায্য নিচ্ছেন। কারণ চরিত্রটার জন্য ওঁকে অনেকটা ওজন কমাতে হবে, বলেছেন সুব্রত।

ইতিমধ্যেই এই পাওয়ার যোগা করার ছবি মনীষা কৈরালা তুলিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে মনীষা নিজের ওজন অনেকখানিই কমিয়ে ফেলেছেন। পাওয়ার যোগার পর ফটো সেশন হয়েছে মনীষার। অনেকটাই রোগা হয়ে গিয়েছেন উনি। এটা থেকেই বোঝা যায়, ছবিটার ব্যাপারে উনি বেশ সিরিয়াস। কারণ গল্পটা ওঁর ভালো গেলেছে। সব ঠিকঠাক চললে আগামী বছরের জানুয়ারি মাসে শ্যুটিং শুরু হবে। ছবিতে মনীষা ছাড়াও থাকতে পারেন পঙ্কজ কাপুরও, জানাচ্ছেন সুব্রত। প্রসঙ্গত এর আগে ২০০১ সালে রাজকুমার সন্তোষীর লজ্জা ছবিতে কাজ করেছিলেন মনীষা।

মনীষা নিজেও এটা জানাচ্ছেন যে তিনি রাজকুমার সন্তোষীর দেওয়া চিত্রনাট্যটি পড়েছেন, তবে ছবিতে কাজ করবেন এই মর্মে এখনও সইটা করেননি। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, মনীষার বলিউডে ফেরা একপ্রকার নিশ্চিত হলেও এখনও পর্যন্ত কোনো ছবির জন্যই সইটা করে ওঠেননি উনি। কারণটা কী? পুরোটাই দাঁড়িয়ে আছে ছবিগুলোতে মনীষার রেমুনারেশন-এর ওপর। সেটা ঠিক হয়ে গেলেই সই-এর কাজটা সেরে ফেলবেন উনি, বলেছেন ওই ঘনিষ্ঠ ব্যক্তি। জানা যাচ্ছে, সন্তোষীর ছবির ক্ষেত্রেও রেমুনারেশনের বিষয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। দুই পক্ষই মোটামুটি একটা অঙ্কে সম্মতও হয়েছেন। এরপর স্রেফ সই করাটাই যা বাকি৷ অভাবনীয় কিছু না হলে, সে ক্ষেত্রে এটাই হয়তো হবে মড়ীষা কৈরালার কর্কটাক্রান্ত হওয়ার পর, প্রথম ছবি। অর্থাত্‍ ফিরে আসার ছবি।

রাজকুমার সন্তোষীকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি যেমন এখনই জোর দিয়ে বলতে পারব না, উনি ছবিটা করছেন, তেমনই এটাও একবারও বলতে পারব না, উনি ছবিটা করছেন না। খুব শিগগিরই আমরা এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করব। তাঁর কথায় বিষয়টা এখন অ্যাডভান্সড স্টেজ-এ রয়েছে।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, গল্পটা একজন চল্লিশোর্ধ্ব নারীকে কেন্দ্র করে। তাঁর সম্পর্কজনিত সমস্যা নিয়েই আবর্তিত হচ্ছে ছবিটি। তবে শুধু তাঁকে নিয়েই ছবিটি নয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে আরও অনেক নারীচরিত্র ও পুরুষচরিত্র। ছবিতে বেশ কিছু সাহসী দৃশ্যও দেখা যাবে। যেখানে মনীষার চরিত্রটির জন্যও রয়েছে এমনই বেশ কিছু অংশও, যেখানে স্বল্পবাসেও দেখা যেতে পারে তাঁকে। আর সেই কারণেই তিনি ওজন কমাতে এত তত্‍পর। ওই সূত্র থেকেই জানা গিয়েছে, সামনের মাসে আনুষ্ঠানিক ঘোষণাটাও হয়ে যাবে।
তবে শুধু এই ছবিটিই নয়, এ ছাড়াও নাকি আরও একটি চিত্রনাট্য রয়েছে মনীষার হাতে। এমনও শোনা যাচ্ছে, হাতে রয়েছে একটি বাংলা ছবির অফারও। এর আগে ঋতুপর্ণ ঘোষের খেলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে এসব বিষয়ে এখনই কোনও কথা বলছেন না মনীষা।e3a29c52bd9dea015fe9bfe4e77a8640

বলিউডে এন্ট্রি নিচ্ছেন দিলীপ কুমারের নাতনি

8a1f5205c134ff3cd6358397a8531e2bসায়রা বানোর নাতনি এবার অজয় দেবগণের সঙ্গে ‘শিবায়’ ছবিতে কাজ করতে চলেছেন৷ নতুন এই অভিনেত্রীর নাম সায়েশা৷ ইনি সায়রা বানোর ভাই শাহীন আহমেদের নাতনি ও অভিনেতা সুমিত সহগলের মেয়ে৷ নতুন এই ছবির প্রযোজক ও পরিচালক অজয় দেবগন৷

সূত্র অনুযায়ী, এই ছবিতে বলিউডের বেশ কিছু অভিনেত্রীর নজর ছিল৷ কিন্তু অজয় এই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন৷ অনেকগুলি অডিশন হওয়ার পর অজয় সায়েশাকে এই ছবির জন্য বেছেছেন৷

সায়েশার কাছে অজয় দেবগণের মত বড় অভিনেতার ছবিতে ডেবিউ করা অবশ্যই একটা বড় চান্স৷ সায়েশার বাবা সুমিত সহগল ৯০ দশকের অভিনেতা ছিলেন যিনি ‘সৌদা’, ‘স্বর্গ যেয়সা ঘর’, ‘আপনা দেশ পরায়া লোগ’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন৷

চুরির করে ধরা পড়লেন মার্কিন অভিনেত্রী

আমান্ডা বাইনেসের দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। সেলুলয়েডে দীর্ঘ অনুপস্থিতির পর এবার আলোচনায় এলেন নিউ ইয়র্কের এক বিলাসবহুল দোকানে চুরির দায়ে ধরা পড়ে।

নিউ ইয়র্ক ডেইলি নিউজ বলছে, ঘটনাটি ঘটে ৮ই অক্টোবর বিকেলে। ডিজাইনার বুটিক ‘বার্নি’স’-এ কেনাকাটা করতে এসেছিলেন বাইনেস। সেখানে একটি টুপি পছন্দ হয় তার। কিন্তু মূল্য পরিশোধ না করেই টুপিটি নিয়ে দোকান থেকে বেরিয়ে যান তিনি।

বাইনেস বলছেন, চুরি করেননি তিনি। গাড়িতে ভুল করে টাকার ব্যাগটি রেখে আসায় ড্রাইভারের খোঁজে বেরিয়েছিলেন তিনি। আর দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় তার হাতে ছিল ২০০ ডলার মূল্যের সেই টুপিটি।

টিএমজি বলছে, টুপি হাতে বের হয়ে যাওয়ার সময় দোকানের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। ক্যামেরায় আরও দেখা যায়, উপস্থিত ক্রেতাদের সামনে নিজের দেহরক্ষীর সঙ্গে অশ্লীল ভঙ্গীতে নাচতে শুরু করেছেন তিনি।

অবশ্য পুরো বিষয়টিকেই ভুল বুঝাবুঝি বলে অভিহিত করছেন বাইনেস। তিনি বলছেন, দোকানের ভেতর একজন মহিলা জোর করে তার ছবি তোলার চেষ্টা করছিল তাই টুপিটি হাতে নিয়েই বেরিয়ে যান তিনি।

অবশ্য এবারই প্রথম বিতর্কের জন্ম দিয়ে শিরোনাম হননি বাইনেস। মাদক গ্রহণের কারণে একাধিকবার গ্রেফতার হওয়া থেকে শুরু করে টুইটারে সহকর্মীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেও সমালোচিত হয়েছেন তিনি।

২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো সিনেমায় দেখা যায়নি ‘হোয়াট আ গালর্ ওয়ান্টস’, ‘শি’স দ্য ম্যান’-এর মতো সিনেমার এই অভিনেত্রীকে। ২০১২ সালে সিনেমা থেকে অবসর নেওয়ারও ঘোষণা দেন তিনি।

গোবিন্দর দ্বিতীয় ইনিংস

এক সময় পর্দা কাঁপিয়েছেন প্রবল দাপটে। কিন্তু নতুনদের স্থান ছেড়ে দিতে হবেই। তাই বলে দর্শকদের মনে তার স্থানটি মুছে যায়নি চিরতরে। সেই জন্যই হয়তো নিজেকে গুছিয়ে নিয়ে আবার ফিরছেন ‘হিরো নাম্বার ওয়ান’ গোবিন্দ।

২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছিলেন তিনি। সালমানের সঙ্গে জুটি বেঁধে সুপারহিটের মুখও দেখেন। এরপর বেশ কিছু কম বাজেটের কমেডি সিনেমায় তার উপস্থিতি তার পড়ে যাওয়া ক্যারিয়ারকে জোর করে টেনে তোলার চেষ্টা বলেই মনে হয়েছে। তাই আবার অভিনয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে হয়তো ভালোই করেছিলেন।

প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গোবিন্দ অভিনীত সিনেমার সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু সিনেমার জগত বরাবরই নিষ্ঠুর। গোবিন্দর ক্যারিয়ারের রেখা নিচের দিকে নামতে শুরু করে আসলে ২০০৫ সাল থেকেই। ২০০৬ সালে প্রিয়দর্শনের কমেডি ‘ভাগাম ভাগ’ তাকে খানিকটা আশার আলো দেখালেও তা নিভে যায় ‘পার্টনার’-এর পরপরই। এরপর ‘মানি হ্যায় তো হানি হ্যায়’, ‘লাইফ পার্টনার’, ‘নটি অ্যাট ফরটি’র মতো সিনেমা দর্শক গ্রহণ করেনি।

২০১৪ সালে এসে নতুন খেলাই দেখাতে যাচ্ছেন এই ‘স্ট্রিট ড্যান্সার’। চলতি বছর মুক্তি পাওয়া আকশায় কুমার অভিনীত ‘হলিডে’ সিনেমাতে অতিথি চরিত্রে দেখা যায় গোবিন্দকে। তবে তার কয়েক সেকেন্ডের পর্দা উপস্থিতিই কেড়ে নিয়েছে দর্শকদের মন।

আগের মত আর নায়কের চরিত্রে না দেখা গেলেও জীবনে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত গোবিন্দ। ক্যারিয়ারের এই দ্বিতীয় ইনিংসে নিজের খেলার ধরন অনেকটাই পালটেছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

ইয়াশ রাজ ফিল্মসের সিনেমা ‘কিল দিল’-এ অ্যান্টি হিরো হিসেবে দেখা যাবে তাকে। সিনেমায় নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রানভির সিং এবং পারিনিতি চোপড়া। এছাড়াও থাকছেন আলি জাফার।
তবে গোবিন্দকে হাস্যরসাত্মক চরিত্রে যারা দেখতে চান, তাদের বেশিদিন অপেক্ষা না করলেও চলবে। কারণ সাইফ আলি খানের নতুন সিনেমা ‘হ্যাপি এন্ডিং’-এ তাকে দেখা যাবে পুরনো রূপেই। সিনেমায় আরও অভিনয় করেচেন ইলিয়ানা ডি ক্রুজ এবং কালকি কোচিন।

২০১৫ সালে মুক্তির অপেক্ষায় আছে ‘হিরো’। সুভাষ ঘাইয়ের ক্লাসিক সিনেমাটির রিমেইকের মাধ্যমে অভিষেক হবে দুই তারকা সন্তান সুরাজ পাঞ্চোলি এবং আতিথ্যা শেঠির। এতে থাকবেন গোবিন্দও।

এছাড়া ২০১৫ সালে মুক্তি পাবে রানবির কাপুর অভিনীত ‘জাগগা জাসুস’ যেখানে রানবিরের সৎ বাবার ভূমিকায় দেখা যাবে গোবিন্দকে।

Developed by: