হায় ঈশ্বর!
প্রীতমের ভাগ্য নিয়ে যেন
আর কারও জন্ম না হয়
আর কখনো না
প্রীতমের বড়ো কষ্ট!
প্রীতমের জন্য বড়ো বেশি দুঃখ…
প্রীতমটা জানে না,
মানুষকে এত বেশি ভালোবাসতে নেই।
মানুষের কাছে মানুষের অধিকার
অধুনা বড়ো বেশি প্রশ্নবিদ্ধ বাহাস!
এখানে বিলুরা বড়ো বেশি আত্মকেন্দ্রিক!
প্রীতমটা আজ বড়ো বেশি একা!
অথচ প্রীতম আর বিলু একদা
ভালোবাসতো একেঅন্যে।
প্রীতমরা হেরে যায়, তবু
প্রীতমরা মরে না
মরতে পারে না কোনোদিন।
আজ উরুক্রম পাহাড়ে প্রীতমের বসবাস
প্রীতমের কাছে প্রেম অধুনা
কামজ উল্লাস কীটেদের আবাস।
ঊরুবতী পাহাড়ের মতো শুক্রময় মুখে আজ
প্রীতমের প্রশ্ন-
‘আমি ভালো আছি,
আমি খু-উ-ব ভালো আছি,
তুমি আছো তো…?’