মানুষ নামতে পারে নিচে, কতটা নিচে
ততটা নিচে, যতটা নিচে অন্ধকার থাকে…
ঘুটঘুটে কালো রাতের মতো, নির্জলা মিথ্যার মতো,
স্বার্থপরতার মতো, অমঙ্গলের মতো, চৈতন্যহীনতার মতো,
কপটতার মতো, নির্বুদ্ধিতার মতো, দুর্ভাগ্যের মতো,
নিষ্ঠুরতার মতো, মলমূত্র বিষ্ঠার মতো, কুৎসিত নোংরার মতো,
ড্রাকুলার দাঁতের মতো।
মানুষ নামতে পারে নিচে, কতটা নিচে
ততটা নিচে, যতটা নিচে বর্বরতা থাকে…
হিং¯্র নখের মতো, বীভৎস হত্যার মতো,
পাশবিক উল্লাসের মতো, গণধর্ষণের মতো,
ড্রিল মেশিন দিয়ে শরীর ছিদ্র করার মতো,
পশুর ন্যায় পিটিয়ে হত্যা করার মতো,
হাবিয়া দোজখের মতো।
মানুষ নামতে পারে নিচে, কতটা নিচে
ততটা নিচে, যতটা নিচে অসভ্যতা থাকে…
বিত্ত-বৈভবের মতো, ভোগবিলাসের মতো,
ব্যাংক লুটেরার মতো, জুয়া খেলার মতো,
অবৈধ সম্পদ অর্জনের মতো,
ঘুষ-দুর্নীতির মতো।
মানুষ উঠতে পারে উপরে, কতটা উপরে
ততটা উপরে, যতটা উপরে…
সত্য থাকে, সত্য থাকে, সত্য থাকে।